বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

শাপলা ফুলের মুগ্ধতা

তারেক মাহমুদ, ঝিনাইদহ
  ১৯ নভেম্বর ২০২৪, ০০:০০
শাপলা ফুলের মুগ্ধতা
শাপলা ফুলের মুগ্ধতা

জাতীয় ফুল শাপলা। ঋতু পরিক্রমায় বর্ষা ও শরৎ এ সাদা শাপলা বাংলার শিশু কিশোরসহ সব বয়সের মানুষের মধ্যে মুগ্ধতার আবেগ ছড়িয়ে দেয়। ঋতু পরিক্রমায় এখন চলছে শরৎ। বিল ঝিল নদী নালা আর জলাশয়ে ফুটেছে গোলাপি, সাদা, নীল ও বেগুনি রঙের শাপলা। ফুটে থাকা শাপলার মুগ্ধতা টানছে সবাইকে। আমরা সবাই ফুল ভালোবাসি।

বিল থেকে মাছ ধরে ফেরার পথে শাপলার মুগ্ধতায় বিভোর কৃষক তুলে নিয়েছেন এক গুচ্ছ সাদা শাপলা। ছবিটি তোলা ১০ নভেম্বর সকালে ঝিনাইদহের কালীগঞ্জ ও মাগুরার শালিখা উপজেলার সীমান্ত এলাকার মশাখালির মাঠ থেকে।

যতটুকু জানা যায়, শাপলা ফুলের বৈজ্ঞানিক নাম ঘুসঢ়যধবধ হড়ঁপযধষর। শাপলা স্বপুষ্পক উদ্ভিদ পরিবারের এক প্রকার জলজ উদ্ভিদ। এ পরিবারভুক্ত সব উদ্ভিদই শাপলা নামে পরিচিত। ইংরেজিতে শাপলাকে বলা হয় 'ডযরঃব ডধঃবৎ খরষু ও ডযরঃব খড়ঃঁং'। বাংলায় নীল শাপলা ফুলকে শালুক বা নীলকমল এবং লাল শাপলা ফুলকে রক্তকমল বলা হয়। চট্টগ্রামে এই ফুলকে অঁলাফুল বলা হয়। দেশের দক্ষিণ-পশ্চিমের কিছু জেলায় একে নাইল বা নাল বলা হয়। শাপলা ফুল ফুটে ভোরে এবং দিনের আলো বাড়ার সঙ্গে সঙ্গে পাঁপড়ি বুজে যায়। সরাসরি কান্ড ও মূলের সঙ্গে যুক্ত থাকে এ ফুলটি। প্রায় পাঁচ থেকে সাত দিন পানির উপর ভেসে থাকে। বছরের প্রায় সব সময়ই শাপলা ফুল ফুটতে দেখা যায় তবে বর্ষা ও শরৎ এ উদ্ভিদ জন্মানোর শ্রেষ্ঠ সময়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে