এক সময় যারা আন্দোলনের মাধ্যমে অধ্যক্ষকে অপসারণ করেছিল, তারাই আজ সেই একই অধ্যক্ষকে পুনর্বহালের দাবিতে ঘেরাও করেছে এসপি অফিস। তাদের ভাষ্য, তারা 'ভুল' করেছিল এবং নিজেদের ভুল বুঝতে পেরে প্রায়শ্চিত্ত করতে এসেছে। তারা এখন তীব্র আন্দোলনের মুখে পদচু্যত অধ্যক্ষের পুনর্বহাল চায়। কারণ অধ্যক্ষের অনুপস্থিতিতে ক্লাস ঠিকমতো হচ্ছে না, বিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হচ্ছে, ভেঙে পড়েছে প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলা-পড়াশোনার পরিবেশ।
এভাবেই ঠাকুরগাঁওয়ের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পুলিশ লাইন হাইস্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ ভবেশ চন্দ্র রায়ের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। তবে ছাত্রদের দাবির প্রশ্নটি খতিয়ে দেখে শিক্ষা বিভাগের সঙ্গে আলোচনা করে দ্রম্নত একটা সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার সেখ জাহিদুল ইসলাম।
দ্বিতীয় দিনের কর্মসূচি হিসেবে সোমবার শিক্ষার্থীরা একটি বিক্ষোভ-মিছিল বের করে। পরে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে তারা।
এ ব্যাপারে ঠাকুরগাঁও পুলিশ সুপার সেখ জাহিদুল ইসলাম জানান, শিক্ষার্থীদের দাবির প্রশ্নটিকে গুরুত্ব দিচ্ছি। শিক্ষা বিভাগের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।