বাগেরহাটে জাটকা সংরক্ষণ অভিযানে ইলিশ জব্দ
পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ করায় জরিমানা
প্রকাশ | ১৯ নভেম্বর ২০২৪, ০০:০০
বাগেরহাটের মোড়েলগঞ্জে জাটকা সংরক্ষণ অভিযানে নিষিদ্ধ ১ হাজার ২শ' কেজি জাটকা ইলিশ এবং ২ লাখ মিটার অবৈধ মাছ ধরা জাল আটক করে আগুনে পুড়িয়ে দেন ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে খুলনার পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
বাগেরহাট প্রতিনিধি জানান, জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পানগুছি ও বলেশ্বর নদীতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত টিম। রোববার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ১ হাজার ২শ' কেজি জাটকা ইলিশ এবং ২ লাখ মিটার অবৈধ মাছ ধরা জাল আটক করে তা আগুনে পুড়িয়ে ভস্মীভূত করা হয়েছে। অভিযান পরিচালনাকালে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার, মোড়েলগঞ্জ কোস্ট গার্ডের কন্টিজেন্ট পেটি অফিসার মঞ্জুর হোসেন ও মৎস্য অফিসের অন্যান্যরা। এদিন ওই ভ্রাম্যমাণ আদালতে দশটি মামলা করে ১০ জন জেলেকে ৫০ হাজার অর্থদন্ড প্রদান করেন মোড়েলগঞ্জ ইউএনও মো. নাজমুল ইসলাম।
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি জানান, খুলনার পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার সকালে উপজেলার লতার শংকরদানায় বিভিন্ন মৎস্য ডিপোতে মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনে পুশবিরোধী অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মলিস্নক। অভিযানে তার সঙ্গে ছিলেন নৌ ফাঁড়ি পুলিশের এসআই শরীফ আল মামুন ও ক্ষেত্রসহকারী রণধীর সরকার। এ সময় চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ৩ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা প্রশাসনিক জরিমানা আদায় করা হয়।