বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

পাবনায় ২৪ ঘণ্টার ব্যবধানে দুই জনকে কুপিয়ে হত্যা

ভাঙ্গায় আগুনে পুড়ে দুই শিশুর মৃতু্য হাতীবান্ধায় মামার হাতে ভাগ্নে নিহত দুই জেলায় আরও দুই লাশ উদ্ধার
স্বদেশ ডেস্ক
  ১৯ নভেম্বর ২০২৪, ০০:০০
পাবনায় ২৪ ঘণ্টার ব্যবধানে দুই জনকে কুপিয়ে হত্যা
পাবনায় ২৪ ঘণ্টার ব্যবধানে দুই জনকে কুপিয়ে হত্যা

পাবনায় ২৪ ঘণ্টার ব্যবধানে দুইজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে, ফরিদপুরের ভাঙ্গায় আগুনে পুড়ে দুই শিশুর মৃতু্য, লালমনিরহাটের হাতিবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে মামার হাতে ভাগ্নে নিহত, কুড়িগ্রামের রাজারহাটে বিদু্যৎস্পৃষ্টে বৃদ্ধার মৃতু্য ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের চারদিন পর নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-

পাবনা প্রতিনিধি জানান, পাবনায় ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক ঘটনায় জালাল ও তুষার নামের দুইজনকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসী ও দুর্বৃত্তরা। নিহতদের লাশের ময়নাতদন্ত পাবনা জেনারেল হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। পুলিশ স্কুলছাত্র তুষার হত্যার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলো- পাবনা সদর উপজেলার হিমায়েতপুর ইউনিয়নের নাজিরপুর বেতেপাড়ার শকর আলীর ছেলে বিএনপি কর্মী জালাল উদ্দিন (৪০) ও সদর উপজেলার রাধানগর ময়দানপাড়ার আব্দুল মান্নানের ছেলে তুষার (২৫)। গত রোববার তারা হত্যাকান্ডের শিকার হন।

পাবনা সদর থানার ওসি আব্দুস ছালাম জানান, শহরের বর্ণমালা কিন্ডারগার্টেনের পাশে তুষারকে গলায় ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশের দাবি নিহত তুষার স্কুলছাত্র সিয়াম হত্যা মামলার অন্যতম আসামি। পূর্ব বিরোধের কারণে এ হত্যা হতে পারে। এ ঘটনায় তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এদিকে বিএনপি কর্মী জালাল উদ্দিনের সঙ্গে একই দলের প্রতিপক্ষ মুন্তাজ চেয়ারম্যান গ্রম্নপের বিরোধ চলছিল। এরই জেরে তাকে হত্যা করা হয়েছে।

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ভাঙ্গায় আগুনে পুড়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল মুন্সী (৪) ও ইয়াছিন মুন্সী (৩) নামের দুই শিশু মারা গেছে। তারা গত রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। উপজেলার রশিবপুরা গ্রামে রান্নাঘরের আগুন থেকে শিশু দুটি অগ্নিদগ্ধ হয়। সোমবার সকালে তাদের গ্রামের কবরস্থানে কবর দেওয়া হয়।

দুই শিশুর মধ্যে রোববার রাত ৭টায় ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে মারা যায় ইসমাইল মুন্সী (৪)। একই ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে মারা যায় ইয়াছিন মুন্সী।

রশিবপুরা গ্রামের দিনমজুর ছিদ্দিক মুন্সীর (৬২) ছোট ছেলে ইসমাইল মুন্সী(৪)। ছিদ্দিক মুন্সীর বড় সন্তান আসাদ মুন্সীর ছেলে ইয়াছিন মুন্সী (০৩)। ইয়াছিনের পিতা আসাদ মুন্সী গত বৃহস্পতিবার কাজের সন্ধানে সৌদি আরব যান।

রশিবপুরা গ্রামের আওলাদ মুন্সী বলেন, রোববার সকাল ১০টায় বাড়ির রান্নাঘরের পাশে চাচা-ভাতিজা দুই শিশু খেলা করছিল। একটু পরেই রান্নাঘরে আগুন লাগে। পরে রান্নাঘরের পাশের টয়লেটের পাটকাঠির বেড়া সরাতেই দেখা যায় শিশু দুটি অগ্নিদগ্ধ হয়ে পড়ে আছে। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই তারা মারা যায়।

লালমনিরহাট (হাতীবান্ধা) প্রতিনিধি জানান, লালমনিরহাটে হাতীবান্ধায় ২ শতক জমির জন্য মামার কোদালের আঘাতে ভাগ্নে হাফিজার রহমানের মৃতু্য হয়েছে। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালাল পাড়া এলাকায় গত রোববার দুপুরে বোনের জমি দখল করতে গেলে ভাগ্নে বাধা দেন। এতে মামা শহিদুল, রশিদুল ও আহাদুলসহ কয়েকজন ব্যক্তির কোদাল ও লাঠির আঘাতে ভাগ্নে হাফিজার রহমান গুরুতর আহত হন। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোররাতে হাফিজুর মারা যান।

হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন নবী জানান, জমি সংক্রান্ত জেরে একজনের মৃতু্য হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের রাজারহাটে গাছ কাটার সময় বৈদু্যতিক মেইন তার ছিঁড়ে মাটিতে পড়ে যাওয়া তারে জড়িয়ে বিদু্যৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধার মৃতু্য হয়েছে। এ ঘটনায় গাছ মালিকের লোকজন ও লাশের পরিবারের লোকজনের মধ্যে রাতভর চরম উত্তেজনা বিরাজ করে। ঘটনাটি ঘটেছে, গত শনিবার সন্ধ্যায় উপাজেলার ছিনাই ইউনিয়নের প্রত্যন্ত পলস্নী জয়কুমার নামারচর এলাকায়।

জানা যায়, ওই গ্রামের জয়নাল আবেদীনের গাছ বৈদু্যতিক মেইন তারের পাশে থাকায় গত শনিবার এরশাদুল হক নামের এক ব্যক্তি ওই গাছ কাটেন। এ সময় বৈদু্যতিক মেইন তার ছিঁড়ে মাটিতে পড়ে। ওইদিন সন্ধ্যায় গ্রামের মহিমুদ্দিন আলীর স্ত্রী মমেনা বেগম (৭০) ধানক্ষেতের আইল দিয়ে যাওয়ার সময় ছিঁড়ে পরা তারে জড়িয়ে বিদু্যৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃতু্য ঘটে।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের চারদিন পর নদী থেকে মহিম বাবু নামে ছয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। মাহিম উপজেলার নাকাইহাট ইউনিয়নের গ্রামের খুকশিয়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে। শিশুটি গত বৃহস্পতিবার দুপুরের পর থেকে নিখোঁজ ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে