বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নরসিংদী চেম্বার অব কমার্সের সৌজন্য সাক্ষাৎ

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
  ১৯ নভেম্বর ২০২৪, ০০:০০
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নরসিংদী চেম্বার অব কমার্সের সৌজন্য সাক্ষাৎ
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি প্রতিনিধি দল -যাযাদি

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন। সোমবার বেলা ১১টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোলস্না, ভাইস প্রেসিডেন্ট আনিসুর রহমান ভুইয়া, পরিচালক রফিকুল ইসলাম, মোতালিব মিয়া, নাজমুল ইসলাম, দেলোয়ার হোসেন দুলাল, ফয়সাল আহমদ, মাধবদী প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মুহাম্মদ মুছা মিয়া, আকবর অ্যাসোসিয়েটসের কর্ণধার আকবর ওয়াহাব প্রমুখ।

সভায় নরসিংদীতে একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপন, নরসিংদীর শিল্প এলাকায় কেন্দ্রীয় ইটিপি পস্নান স্থাপন, মাধবদীতে একটি সরকারি হাসপাতাল স্থাপন, মাধবদী থানাকে উপজেলায় রূপান্তর, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, বিদু্যৎ, গ্যাসসহ ব্যবসা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তুলে ধরেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে