ফেনীর মহিপাল ছাত্র-জনতা বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরদিকে বিভিন্ন অপরাধে নেত্রকোনার মোহনগঞ্জ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও খুলনার ডুমুরিয়ায় তিনজনকে আটক করেছের্ যাব এবং পুলিশ। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
ফেনী প্রতিনিধি জানান, ফেনীর মহিপাল ছাত্র-জনতা বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রোববার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দাগনভূঞা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত উলস্নাহ স্বপনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- দাগনভূঞা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত উলস্নাহ স্বপন, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদক সাহানা আক্তার, পাঁচ গাচিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মো. সুমন ও ধর্মপুর ইউনিয়নের মঠবাড়িয়া এলাকার মহিউদ্দিনের ছেলে স্থানীয় ছাত্রলীগ নেতা মোবাস্বের হোসেন।
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি জানান, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নেত্রকোনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুমা রেবেকা মমিনের নিকটাত্মীয় মোনায়েম হোসেন ঠাকুরকে গ্রেপ্তার করেছে নেত্রকোনা ডিভি পুলিশ। শনিবার রাতে মোহনগঞ্জ টেংগাপাড়া রেবেকা মমিনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে মোহনগঞ্জ থানায় সোপর্দ করা হয়। গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল মাসুমের বাসা ভাঙচুরের ঘটনায় করা মামলায় তাকে আসামি করা হয়েছে বলে জানান, মোহনগঞ্জ থানার এসআই কানাই লাল চক্রবর্তী।
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা করার ঘটনার প্রধান আসামি স্বামী মান্না মিয়াকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছেনর্ যাব-৯ ওর্ যাব-৪। শনিবার রাত ৮টার দিকে ঢাকার সাভার মডেল থানাধীন ঝাউচর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। মো. মান্না মিয়া (২৫) হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার পূর্ব লেঞ্জাপাড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে।
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি জানান, খুলনার ডুমুরিয়ায় থানা পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ এক যুবককে আটক করা হয়েছে। সোমবার ভোর রাত তালতলা গ্রামে ওই যুবকের বাড়িতে অভিযান চালিয়ে রান্নাঘর থেকে পিস্তল উদ্ধারপূর্বক তাকে আটক করা হয়। আটক হলো দিপংকর সরকার (২৭) রাধাকান্ত সরকারের ছেলে। থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা জানান, বিদেশি পিস্তলসহ দিপংকর সরকারকে আটক করা হয়েছে। বিজ্ঞ আদালতে ৫ দিনের রিমান্ড চেয়ে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।