বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

জনগণ যাকে সমর্থন করবে তারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন

-নজরুল ইসলাম খান
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
  ১৯ নভেম্বর ২০২৪, ০০:০০
জনগণ যাকে সমর্থন করবে তারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন
ময়মনসিংহের মুক্তাগাছায় নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান -যাযাদি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, 'এ দেশে সবাই রাজনীতি করতে পারবেন, সবাই মত প্রকাশ করতে পারবেন, কিন্তু দেশের মালিক হলো জনগণ। আলস্নাহর হুকুমে জনগণ যাকে সমর্থন করবে, তারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন।'

গত রোববার সন্ধ্যায় মুক্তাগাছায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ তিন নেতাকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা ও পৌর বিএনপি স্থানীয় নন্দীবাড়ী স্টেডিয়াম মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম জাহাঙ্গীর হাসানের সঞ্চলনায় সংবর্ধিত নেতা হিসেবে বক্তব্য রাখেন- ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক জাকির হোসেন বাবলু ও সদস্যসচিব রোকনুজ্জামান সরকার রোকন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে