বাঁশখালীতে বাস-অটোরিকশার সংঘর্ষে পথচারীর মৃতু্য

ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পলস্নীবিদু্যৎ কর্মীর

প্রকাশ | ১৯ নভেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
চট্টগ্রামের বাঁশখালীতে বাস-অটোরিকশার সংঘর্ষে পথচারী ও নওগাঁর ধামইরহাটে ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে পলস্নীবিদু্যৎকর্মীর মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের বাঁশখালীতে বাস-অটোরিকশার সংঘর্ষে অবিনাশ ধর (৭৮) নামে এক পথচারীর মৃতু্য হয়েছে। নিহত অবিনাশ কালীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জঙ্গল গুনাগরি নাথ পাড়ার মৃত বিপিন চন্দ্র ধরের ছেলে। সোমবার উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম বণিকপাড়া টেক এলাকায় এ ঘটনা ঘটে। বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সাধনপুরের বৈলগাঁও বণিকপাড়া টেক এলাকায় রাস্তা পার হতে গিয়ে এস আলম বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অবিনাশ ধর নামে এক পথচারী ঘটনাস্থলে মৃতু্যবরণ করেন। ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর ধামইরহাটে মেসি ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে পলস্নীবিদু্যতের এক কর্মীর মৃতু্য হয়েছে। সোমবার সকালে উপজেলার ঘোড়াবট কলোনী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধামইরহাট পলস্নীবিদু্যৎ অফিসের মিটার রিডার কাম মেসেঞ্জার হারুনুর রশীদ নিজ বাড়ি দিনাজপুরের হাকিমপুর থেকে ধামইরহাট আসছিলেন। পথে জাহানপুর ইউনিয়নের ঘোড়াবট কলোনী এলাকায় বিপরীতগামী একটি মেসি ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।