দেশ টিভির এমডি আরিফ হাসান দুই দিনের রিমান্ডে

প্রকাশ | ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
রাজধানীর বিমানবন্দর থানায় সজীব নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে ২ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডের এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর আবু সাঈদ ৩ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।