স্মার্টকার্ড মুদ্রণে তথ্য ঘাটতি জটিলতা নিরসনে কমিটি

প্রকাশ | ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড মুদ্রণে তথ্য ঘাটতিজনিত জটিলতা নিরসনে ৭ সদস্যের কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটির এনআইডি শাখার উপ-পরিচালক মাহবুবা মমতা হেনা বিষয়টি জানান। ইসির মানবসম্পদ উন্নয়ন ও কল্যাণ শাখার উপ-সচিব এম মাজহারুল ইসলামকে আহ্বায়ক ও এনআইডি শাখার সহকারী পরিচালক এএসএম ইকবাল হাসানকে সদস্য সচিব করে ওই কমিটি গঠন করা হয়েছে। ইসি কর্মকর্তারা জানান, ভোটার এলাকা পরিবর্তন বা তথ্যের ঘাটতি থাকার কারণে অনেকে স্মার্টকার্ড সিস্টেম খুঁজে পান না। ফলে সংশ্লিষ্ট ব্যক্তির স্মার্টকার্ড মুদ্রণ হয় না। মূলত এ সমস্যার সমাধান করতেই ওই কমিটি গঠন করা হয়েছে। ২০১৬ সালে স্মার্টকার্ডের বিতরণ কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত দেশের আট কোটি নয় লাখ ২১ হাজার ১৩০ জন এ স্মার্টকার্ড পেয়েছেন। এখনো বিতরণের অপেক্ষায় রয়েছে এক কোটি ৫১ লাখ ৭৬ হাজার ১৪৭ জনের কার্ড। সবচেয়ে বেশি স্মার্টকার্ড বিতরণ হয়েছে ঢাকায়, এক কোটি ৫০ লাখ ৩ হাজার ৮৬টি। সবচেয়ে কম বিতরণ হয়েছে সিলেটে ৩৭ লাখ ২১ হাজার ৮৬৬টি। উদ্বোধনের পর আট বছর কেটে গেলেও এখনো ১৪৩টি উপজেলার লাখ লাখ ভোটারের উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড ছাপাতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)। ছাপানো হলেও ৪৭টি উপজেলার ৭২ লাখের মতো কার্ড বিতরণ হয়নি। ইসির কয়েকটি সূত্র জানায়, দেশে মোট উপজেলার (ইসির প্রশাসনিক এলাকা) সংখ্যা ৫১৯টি। এর মধ্যে বিতরণ শেষ হয়েছে ৩৫০টি উপজেলার স্মার্টকার্ড। বর্তমানে স্মার্টকার্ড বিতরণ চলমান আছে এমন উপজেলার সংখ্যা ১১টি। স্মার্টকার্ড মুদ্রিত হয়েছে, কিন্তু বিতরণ শুরু হয়নি এমন উপজেলার সংখ্যা ১৫টি। পারসোনালাইজেশন সেন্টারে ডেলিভারির অপেক্ষা রয়েছে এমন উপজেলার সংখ্যা ২১টি। আর স্মার্টকার্ড মুদ্রণ করা হয়নি এমন উপজেলার সংখ্যা ১৪৩টি।