ডিসেম্বরেই দেশের সব থানায় কমিটি দেবে জাতীয় নাগরিক কমিটি
প্রকাশ | ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
হাসিনা সরকারের পতনের পর তৈরি হওয়া জাতীয় নাগরিক কমিটি সারাদেশে তাদের কমিটি চূড়ান্ত করছে। ডিসেম্বর মাসের মধ্যেই দেশের সব থানায় প্রতিনিধি কমিটি গঠন করবে বলে জানিয়েছে সংগঠনটি।
রোববার সকাল সোয়া ১০টার দিকে নাগরিক কমিটির ফেসবুক পেজে পোস্ট দিয়ে এই তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়েছে, 'আগামী মাসের মধ্যেই বাংলাদেশের সকল থানায় জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি কমিটি গঠিত হবে। ব্যালট বিপস্নবের জন্য প্রস্তুত হোন। বাংলাদেশ পুনর্গঠন করুন।'
এর আগে ২ নভেম্বর 'থানা পর্যায়ে কমিটি গঠনের নির্দেশনা' বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। এতে বলা হয়, সব কমিটিতে কমপক্ষে ২৫ শতাংশ নারী প্রতিনিধি থাকবেন।
কমিটির প্রতিনিধিদের মধ্যে থাকবেন শহীদ পরিবারের সদস্য ও অভু্যত্থানে আহত হওয়া ব্যক্তিরা (৫ শতাংশ), সংখ্যালঘু প্রতিনিধি থাকবেন ৫ শতাংশ। কৃষক-শ্রমিক প্রতিনিধি থাকবেন ৫ শতাংশ। এ ছাড়া এলাকাভিত্তিক সব জাতিসত্তার প্রতিনিধিত্ব থাকবে কমিটিতে।
গত ৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারে প্রেশার গ্রম্নপ হিসেবে আত্মপ্রকাশ করে 'জাতীয় নাগরিক কমিটি'। ওইদিন নতুন এই রাজনৈতিক পস্নাটফর্মের ৫৬ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।