বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

চিকিৎসাসেবা

\হনকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে দুদিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস ও হাইপারটেনশন চিকিৎসাসেবা প্রদান করেছেন ডা. কাওসার আজাদ শুভ্র। শনিবার নকলা হাসপাতাল মোড়ে নিজ বাসার নিচতলায় নিজস্ব চেম্বারে শেরপুর ডায়াবেটিস হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কাওসার আজাদ শুভ্র বলেন, ডায়াবেটিস রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও অগণিত হাইপারটেনশন রোগীকে বিনামূল্যে বস্নাড প্রেসার মাপা হয়। এছাড়া বিশেষ ছাড়ে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করানো ও ইসিজির সেবা প্রদান করা হয়।

সার বিতরণ

ম দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে চলতি রবি মৌসুমে প্রায় ১০ হাজার প্রান্তিক কৃষকের মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ করা হয়েছে। রোববার উপজেলা কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী। উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আলী আহমেদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা দিলীপ কুমার রায় প্রমুখ।

মহানাম যজ্ঞানুষ্ঠান

ম ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় ঐতিহ্যবাহী অলিপুর সপ্তপলস্নী ভৈরবী তীর্থ মহাশ্মশানে অনুষ্ঠিত ২৩তম ১৬ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান রোববার সম্পন্ন হয়েছে। শুক্রবার ধর্মীয় আলোচনা সভা ও ভজন কীর্ত্তনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভসূচনা হয়। আটলিয়া ইউনিয়নের ভদ্রা নদীর তীরে নরনিয়া কালীবাড়ী শনিবার সন্ধ্যায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু ও তার সহধর্মিণী প্রণতি রানী দাস। আরও উপস্থিত ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, সাংবাদিক সুব্রত কুমার ফৌজদার, বিএনপি নেতা রমেন রায়, প্রতিষ্ঠানের সেক্রেটারি ইন্দ্রজিত দেব।

শিক্ষা শিবির অনুষ্ঠিত

ম ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। ইন্দুরকানীর ঐতিহ্যবাহী এম উই মাধ্যমিক বিদ্যালয় হলরুমে উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মুহম্মদ শফিউলস্নাহ। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইন্দুরকানী উপজেলা আমির মাওলানা আলী হোসেন, উপজেলা সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, পিরোজপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আরেফিন আব্দুলস্নাহ, সাবেক উপজেলা সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।

পরিচিতি সভা

ম মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা মাল্টিপারপাস হলরুমে মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মন্নুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সরকারি আইনউদ্দিন কলেজের অধ্যক্ষ মো. নাজমুল হক, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলীম মানিক, পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ প্রমুখ।

কমিটি গঠন

ম বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বানারীপাড়া পৌরসভায় নয়ন বেগমকে সভাপতি ও মাধবী খানমকে সাধারণ সম্পাদক করে পৌর মহিলা দলের কমিটি গঠন করা হয়েছে। বরিশাল জেলা (দক্ষিণ) মহিলা দলের সভাপতি ফাতেমা রহমান ও সাংগঠনিক সম্পাদক ইয়াসমীন আক্তার পারুলের অনুমোদনে বানারীপাড়া উজিরপুর বিএনপির দুর্দিনের কান্ডারি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস শরফুদ্দিন আহমেদ সান্টুর নির্দেশনায়, পৌর বিএনপির আহ্বায়ক আহসান কবির নান্না হাওলাদার, সদস্য সচিব হাবিবুর রহমান জুয়েলের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।

শোকসভা অনুষ্ঠিত

ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

সাঘাটা ডিগ্রি কলেজের আয়োজনে গাইবান্ধার সাঘাটা ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক জাকিউল ইসলাম অকালে ম?ৃতু্যবরণ করায় শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ডিগ্রি কলেজ হলরুমে শোকসভায় সহকারী অধ্যাপক রবিউল ইসলামের উপস্থাপনায় ও অধ?্যক্ষ সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গভার্নিং বডির সভাপতি সেলিম আহম্মেদ তুলিপ, সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম, এনামুল হক, শামছুল হক, আতাউর রহমান, কফিল উদ্দিন সরকার, জহুরুল ইসলাম, ইসমোত আরা খাতুন, সাংবাদিক আনোয়ার হোসেন রানা, আফতাব হোসেন বাদল, অফিস সহকারী কানু রাম পাল প্রমুখ।

মাসিক সভা

ম জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে জেলা সমন্বয় কমিটির মাসিক সভা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১০টায় জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পুলিশ সুপার মামুন খান চিশতী, জেলা সিভিল সার্জন ডা. রুহুল আমিন, জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান।

প্রশিক্ষণ কর্মশালা

ম পাবনা প্রতিনিধি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোববার ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকদের জন্য 'আউটকাম বেজড এডুকেশন কারিকুলাম ডেভেলপমেন্ট' বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসু্যরেন্স সেলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের ভার্চুয়াল শ্রেণিকক্ষে রিসোর্স পারসন ছিলেন ইন্ডিপেডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক। কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসু্যরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. শামীম রেজা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. নূর আলম এবং সহযোগী অধ্যাপক ড. মো. আসফাকুর রহমান। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সব শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

ছাগল প্রদান

ম নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পাওয়া কিশোরীসহ ১৫ জন নারীকে তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ছাগল প্রদান করা হয়েছে। রোববার কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটির (কেএফএইচ) অর্থায়নে বন্যা পরবর্তী পুনর্বাসন কর্মসূচির আওতায় আশার আলো পাঠশালার চেয়ারম্যান কুমার বিশ্বজিৎ বর্মনের সভাপতিত্ব বিতরণকালে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, কৃষিবিদ কোকিল চন্দ্র বিশ্বাস, বিশেষ অতিথি রামখানা ইউপি সদস্য রহমতুলস্না ব্যাপারী, শিক্ষক খগেন্দ্র নাথ বর্মন, রামখানা বহুমুখী জনকল্যাণ সংস্থার চেয়ারম্যান জয়নাল আবেদীন, খামারী খাদেমুল ইসলাম, পরেশ চন্দ্র বর্মন প্রমুখ।

কর্মিসভা

ম বেলাবো (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর বেলাবো উপজেলার উজিলাবোতে বিএনপি কর্তৃক আয়োজিত কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে বিএনপি নেতা আব্দুল খালেক মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা (অবসরপ্রাপ্ত) লে. কর্নেল জয়নুল আবেদীন। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট অলিউর রহমান কাউসার, সিনিয়র সহ-সভাপতি আবু তারেক আল হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দীন ভূইয়া, আমলাবো ইউনিয়ন যুবদলের সভাপতি ওমর ফারুক ভূঁইয়াসহ উপজেলা বিএনপির ও অঙ্গসংগঠনের নেতারা।

কমিটি গঠন

ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) গাজীপুর মহানগর শাখার কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জাহিদ হাসান ভূঁইয়াকে সভাপতি, জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক ও মো. মোস্তাক ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) আহ্বায়ক আব্দুলস্নাহ মেহেদী দীপ্ত ও সদস্য সচিব তানজিদ সোহরাব আগামী ১ বছরের জন্য নিসআ'র গাজীপুর মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করেন।

বৃক্ষরোপণ কর্মসূচি

ম ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় টাঙ্গাইলের ধনবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। রোববার দুপুরে ধনবাড়ী থানা প্রাঙ্গণ ও ভাইঘাট বাসস্ট্যান্ড এলাকায় নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন ধনবাড়ী থানার (ওসি) এসএম শহীদুলস্নাহ। এসময় উপস্থিত ছিলেন নবজাগরণ ফাউন্ডেশনের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, আশিক, হোসাইন, সজীব, ইমরান, রিপন ও মেহেদী হাসানসহ অন্যরা।

সুধী সমাবেশ

ম উলস্নাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উলস্নাপাড়ায় বাংলাদেশ পুলিশ সংস্কার কমিটির সদস্য সাবেক ডিআইজি খান সাঈদ হাসানের সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সরকারি আকবর আলী কলেজ মাঠে উপজেলার বিএনপির আহ্বায়ক আবদুল ওহাবের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ সংস্কার কমিটির সদস্য, সাবেক ডিআইজি খান সাঈদ হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণত সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুলস্নাহ আল কায়েস, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল ওহাব, সদস্য সচিব আজাদ হোসেন, সহসভাপতি মো. আমিনুল ইসলাম সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টার, আজিজুর রহমান মানু, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে