ফরিদগঞ্জে ইউএনও অফিসে প্রবেশের সময় লাঞ্ছনার শিকার কলেজ সভাপতি
প্রকাশ | ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গলস্নাক আদর্শ ডিগ্রি কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি বিএনপি নেতা মাহবুব মোরশেদ কচি তাকে লাঞ্ছনা ও অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন। রোববার ফরিদগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বরে প্রবেশকে কেন্দ্র করে এমএ হান্নান গ্রম্নপের অনুসারিদের হাতে সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের অনুসারি ও গলস্নাক আদর্শ কলেজের সভাপতি মাহবুব মোরশেদ কচি এবং বিদ্যোৎসাহী সদস্য এরশাদ মাহমুদ শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্থার শিকার হন। তাদের টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। পুলিশ ও সেনাবাহিনী এসে তাদের অবরুদ্ধ অবস্থায় উদ্ধার করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কলেজ কমিটির বিদ্যোৎসাহী সদস্য এরশাদ মাহমুদ, গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজান পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাসির পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিলস্নাল হোসেন কোম্পানী, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, পৌর যুবদল টুটুল পাটওয়ারী প্রমুখ।