বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

সরিষাবাড়ীতে দুষ্কৃতকারীদের হামলায় সাংবাদিক আহত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
  ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০
সরিষাবাড়ীতে দুষ্কৃতকারীদের হামলায় সাংবাদিক আহত

জামালপুরের সরিষাবাড়ীতে দুষ্কৃতকারীদের হামলায় শহিদুল ইসলাম নিরব নামে একজন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় পোগলদিঘা মহাবিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার পোগলদিঘা মহাবিদ্যালয়ে শুক্রবার বিকালে ছাত্র ইউনিয়নের সম্মেলন আহ্বান করে উপজেলা ছাত্র ইউনিয়ন। সম্মেলনকে ছাত্রলীগের সম্মেলন মনে করে লাঠিসোটা নিয়ে হামলা চালায় একদল দুষ্কৃতকারী। এ সময় সংবাদ সংগ্রহ করতে যাওয়া ডেইলি স্টারের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম নিরব নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেন। এতে কর্ণপাত না করে তাকে মারধর করে দুষ্কৃতকারীরা। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করে।

সাংবাদিক শহিদুল ইসলাম নিরব বলেন, পোগলদিগা মহাবিদ্যালয়ে কমিউনিস্ট পার্টির ছাত্র ইউনিয়নের সম্মেলন চলছিল। সম্মেলনের সংবাদ সংগ্রহ করতে যান তিনি। পরে একদল লোক লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া জানান, মারধরের ঘটনায় পুলিশ হাসপাতালে খোঁজখবর নিয়েছে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে