কুমিলস্নার তিতাসে রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় কৃষি উপকরণ পাচ্ছে প্রায় ১০ হাজার কৃষক। গত সপ্তাহে প্রায় সাড়ে ৫ হাজার কৃষকদের বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। চলতি সপ্তাহে বাকি সাড়ে ৪ হাজার কৃষকদের অবশিষ্ট উপকরণ বিতরণ করা হবে বলে উপজেলা কৃষি অফিস নিশ্চিত করেছে। মৌসুমের শুরুতে সরকারি বীজ ও সার পেয়ে কৃষকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার ইউপি চেয়ারম্যান ও সদস্য (মেম্বার) ছাড়া উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সার্বিক সহযোগিতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সুবিধাভোগী তালিকা করা হয়েছে। তালিকায় বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার ৯টি ইউনিয়নের প্রায় ১০ হাজার কৃষক বিনামূল্যে সরকারী সুবিধা ভোগ করবেন।
কদমতলী বস্নকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নূরে আলম বলেন, 'আমরা মূলত ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সার্বিক সহযোগিতায় সুবিধাভোগীদের তালিকা করে থাকি। এবার যেহেতু তারা দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন তাই সুবিধাভোগীদের তালিকা আমাদের করতে হয়েছে। এক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা অবলম্বন করা হয়েছে।