শেরপুরের নকলায় পুকুরে বিষাক্ত জাতীয় দ্রব্য প্রয়োগ করে ছামিদুল ইসলাম নামে এক মৎস্য চাষির প্রায় ৫ মণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে ওই চাষির প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন। গত শুক্রবার রাতে উপজেলার টালকী ইউনিয়নের পশ্চিম টালকী এলাকার একটি পুকুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয় শহিদুল ইসলাম, শবদুল ইসলাম, আবজাল হোসেনসহ অজ্ঞাতনামা ৩-৪ জনকে অভিযুক্ত করে নকলা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়, উপজেলার টালকী ইউনিয়নের পশ্চিম টালকী গ্রামে ছামিদুল ইসলাম ২০ শতাংশের একটি পুকুরে দীর্ঘদিন থেকে দেশীয় জাতের মাছ চাষ করে আসছেন। শুক্রবার রাতে পুকুরে মাছের খাবার দিয়ে চলে আসেন।
শনিবার ভোরে পুকুরে মাছের খাবার দিতে গিয়ে দেখেন সমস্ত মাছ মরে পানির ওপর ভেসে আছে। পরে স্থানীয় শহিদুল ইসলাম, শবদুল ইসলাম, আবজাল হোসেনসহ অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
নকলা থানার এসআই রফিকুল ইসলাম বলেন, 'লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।'