কালুখালী ও শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে ইউপি মেম্বারসহ আহত ২০

প্রকাশ | ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
রাজবাড়ীর কালুখালীতে ২ পক্ষের সংঘর্ষে ইউপি মেম্বারসহ ৫ জন ও ঝিনাইদহের ১৫ জনসহ মোট ২০ জন আহত হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধির পাঠানো বিস্তারিত খবর- স্টাফ রিপোর্টার, রাজবাড়ী জানান, রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের নলকান্দ্রা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ইউপি মেম্বারসহ পাঁচজন আহত হয়েছে। শনিবার এ ঘটনা ঘটে। আহতরা হলেন- কালিকাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার আব্দুল জব্বার জুলু, তার সহোদর ভাই খায়রুজ্জামান কুসুম, মইনুদ্দিন আহমেদ, মালা বেগম ও চায়না বেগম। তাদের সবার বাড়ি একই গ্রামে। এদের মধ্যে গুরুতর আহত ইউপি মেম্বার আব্দুল জব্বার ও তার ভাই খায়রুজ্জামান কুসুমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। স্থানীয় সূত্র জানায়, আব্দুল জব্বারের জমির ওপর দিয়ে পানির পাইপ বসানোকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে। কালুখালী থানার ওসি জাহেদুর রহমান জানান, আব্দুল জব্বারে জমির ওপর দিয়ে পানি নেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে শুনেছেন। এক পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। রোববার সকালে উপজেলার শাহাবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের বদরুল ইসলাম ও নাজমুল বিশ্বাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রোববার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। আবারও সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। শৈলকুপা থানার ওসি মোহাম্মদ মাসুম খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।