কলেজছাত্র তানভীর হত্যার বিচার চেয়ে মানববন্ধনে কাঁদলেন মা শাহেদা

প্রকাশ | ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী
'আমার ছেলে নিষ্পাপ ছিল ও কোনোদিন কারও ক্ষতি করেনি। ওকে কেন মেরে ফেলল। আমার কোল যারা খালি করেছে আমি তাদের বিচার চাই।' - মানববন্ধনে এভাবেই কথাগুলো বলছিলেন দুর্বৃত্ততের হাতে নিহত কলেজছাত্র তানভীরের মা শাহেদা বেগম। রোববার রাজবাড়ী প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। তানভীর হত্যার বিচার দাবিতে রাজবাড়ী পৌরসভার ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধন চলাকালে এক সমাবেশে তানভীরের বন্ধুরা বলেন, বিনা কারণে দুর্বৃত্তরা তানভীরকে হত্যা করেছে। আমরা তানভীরের নামাজে জানাজা থেকে বলেছিলাম ৪৮ ঘণ্টার মধ্যে হত্যায় জড়িত আসামিদের গ্রেপ্তার করতে হবে। পুলিশও আশ্বাস দিয়েছিল। কিন্তু ৪৮ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর মাত্র দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে যদি অন্য আসামিদের গ্রেপ্তার করা না হয় তাহলে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো। বক্তৃতা করেন তানভীরের বন্ধু তাফসিন আহমেদ, তনু শেখ, আশিকুল ইসলাম, তামিম হাসান, জিহান হোসেন, মোহাম্মদ আহাদ প্রমুখ। গত মঙ্গলবার রাতে ৯টার দিকে রাজবাড়ী শহরের বিনোদপুর ৩নং ওয়ার্ড এলাকায় একদল দুর্বৃত্ত কলেজছাত্র তানভীর শেখকে কুপিয়ে হত্যা করে।