বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবির বলেছেন, 'বিএনপি নামধারী আওয়ামী এজেন্টরা ষড়যন্ত্র করছে। গত ১৭ বছর দলের কোনো কর্মসূচিতে ও আন্দোলন সংগ্রামে দেখা যায়নি। আওয়ামী লীগে যোগ দিয়ে সুবিধা ভোগ করেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর সুবিধাবাদী গোষ্ঠী আবার বিএনপির কিছু নেতাদের ছত্রছায়ায় মিছিলে অংশ নিয়ে বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কর্মকান্ড করছে।'
গত শুক্রবার সন্ধায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে ঐক্য ও শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি। বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোতা সেকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি লোকমান হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু প্রমুখ।