বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

বকশীগঞ্জে শোকজ নোটিশের জবাব দিলেন বিএনপি নেতা আবুল কাশেম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০
বকশীগঞ্জে শোকজ নোটিশের জবাব দিলেন বিএনপি নেতা আবুল কাশেম

জামালপুরের বকশীগঞ্জে উপজেলা বিএনপির দেওয়া শোকজ নোটিশের জবাব দিয়েছেন সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম।

গত শনিবার বিকালে উপজেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম কারীর কাছে শোকজ নোটিশের জবাব সংবলিত একটি চিঠি দেন। চিঠি গ্রহণ করে উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগরের কাছে পৌঁছে দেবেন বলে জানান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম কারী।

এর আগে উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগর দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ করার অভিযোগ এনে ১৪ নভেম্বর সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেমকে কারণ দর্শানোর নোটিশ দেন। নোটিশ প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে