মাভাবিপ্রবি ও টঙ্গীতে মওলানা ভাসানীর মৃতু্যবার্ষিকী পালিত
প্রকাশ | ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম নেতা মওলানা ভাসানীর ৪৮তম মৃতু্যবার্ষিকী পালিত হয়েছে। মাভাবিপ্রবি ও গাজীপুরের টঙ্গীতে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
মাভাবিপ্রবি প্রতিনিধি জানান, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভিবিপ্রবি) পক্ষ থেকে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃতু্যবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার ভাসানীর মাজারে সকাল ৭.৩০ মিনিটে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, অফিসপ্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন, ৩য় ও ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতি, ভাসানী পরিষদ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়া সকাল ৮টায় তবারক বিতরণ ও বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহ্িফল অনুষ্ঠিত হয়।
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি জানান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃতু্যবার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের নতুন রাজনৈতিক দল মুক্তির ডাক '৭১। রোববার রাজধানীর উত্তরায় আয়োজিত এক অনুষ্ঠানে মওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দলটির চেয়ারম্যান আল রিয়াদ আদনান অন্তর।
তিনি বলেন, মওলানা ভাসানী দেশমাতৃকার মুক্তির পথপ্রদর্শক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন এবং কৃষক-শ্রমিক-মেহনতি জনতার ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে মওলানা ভাসানী ছিলেন এক আলোকবর্তিকা।
তিনি আরও বলেন, অধিকার আদায়ে তিনি এ দেশের মানুষকে সাহস জুগিয়েছেন তার নির্ভীক ও বলিষ্ঠ নেতৃত্বের দ্বারা। তার হুংকারে অত্যাচারী শাসক ও শোষক গোষ্ঠীর মসনদে কম্পন সৃষ্টি হতো। জাতির ভয়াবহ দুর্দিনগুলোয় তিনি জনস্বার্থের পক্ষে থাকতেন বলেই জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছিলেন।
মওলানা ভাসানীর মৃতু্যবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার রুহের মাগফিরাত কামনা করেন এই নেতা।