বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

শেরপুরে জামায়াতের রুকন সম্মেলন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০
শেরপুরে জামায়াতের রুকন সম্মেলন

বগুড়ার শেরপুরে জামায়াতের রুকন (সদস্য) সম্মেলন শনিবার (১৬ নভেম্বর) শহরের হামছায়াপুরস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমির শিল্পপতি দবিবুর রহমানকে শপথ বাক্য পাঠ করান বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল হক সরকার। পরে তিনি রুকন সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় বলেন, দীর্ঘ পনের বছর পর আওয়ামী লীগের দুঃশাসন থেকে জাতি মুক্তি পেয়েছে। এমনকি কোনো বাধা-বিপত্তি ছাড়াই সব রাজনৈতিক দল তাদের দলীয় কর্মকান্ড পরিচালনা করতে পারছে। এ সুযোগ কাজে লাগিয়ে ইসলামী আন্দোলনের কাজ আরও জোরদার করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল হকের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাসেত, সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান। অন্যদের মধ্যে উপজেলা জামায়াতের নেতা রেজাউল করিম বাবলু, প্রভাষক আব্দুলস্নাহ মোস্তাফিধ নাসিম, আনিছুর রহমান, আব্দুল হক, ইফতেখার আলম প্রমুখ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে