নারায়ণগঞ্জে সাংবাদিক রুহুল আমিন গাজীর স্মরণ সভা অনুষ্ঠিত

প্রকাশ | ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন'র (বিএফইউজে) সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি বিলস্নাল হোসেন রবিনের সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বিএফইউজে'র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন। বক্তব্য রাখেন বিএফইউজের সহসভাপতি খায়রুল বাশার, দপ্তর সম্পাদক আবু বকর, ডিএফইউজের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রমুখ।