সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় ঝরল ৬ জনের প্রাণ

প্রকাশ | ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় বৃদ্ধসহ ছয়জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বৃদ্ধ, গাজীপুরে পৃথক দুর্ঘটনায় নারী শ্রমিকসহ দুইজন, দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মসজিদের ইমাম, মেহেরপুরের গাংনীতে শিশু ও চট্টগ্রামের সীতাকুন্ডে বিদু্যৎ অফিসের কর্মকর্তার মৃতু্য হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জমির আলী-(৬০) নামে এক বৃদ্ধ নিহত ও দুজন আহত হয়েছেন। রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শান্তিনগর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জমির আলী জেলার সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের জাফরগঞ্জ গ্রামের সুলতান মিয়ার ছেলে। পুলিশ জানায়, সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শান্তিনগর বাসস্ট্যান্ড এলাকায় সিলেটগামী দ্রম্নতগতির একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা তিনজন যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিসৎক জমির আলীকে মৃত ঘোষণা করেন। গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরের নতুন বাজারে মহাসড়ক পার হওয়ার সময় বাস চাপায় নারী শ্রমিক ও বাংলাবাজার এলাকায় মোটর সাইকেল-অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্র নিহত হয়েছেন। বাস চাপায় নিহত বিলকিছ আক্তারের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ি থানার মালিয়াপাড়া গ্রামে। অন্যদিকে, মোটর সাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত গাজীপুর সিটি করপোরেশনের বাহাদুরপুর গ্রামের নির্মল সরকারের ছেলে নিলয় সরকার। তিনি পুবাইলের ম্যাটসের প্রথমবর্ষের ছাত্র ছিলেন। রোববার সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তুলা গবেষণা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী জানান, সকাল ৮টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তুলা গবেষণা ইনস্টিটিউটের সামনে শেরপুর থেকে ঢাকাগামী আমানি পরিবহনের একটি বাস মহাসড়ক পার হওয়ার সময় বিলকিছ আক্তারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন। অন্যদিকে, গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৭টায় মোটর সাইকেলে বাহাদুরপর থেকে বাংলাবাজার সড়ক ধরে রাজেন্দ্রপুর আরপি গেট এলাকায় যাচ্ছিলেন নিলয়। এ সময় রাজেন্দ্রপুর থেকে বাংলাবাজারমুখী এক অটোরিকশার সঙ্গে নিলয়ের মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিলয় সরকার নিহত হন। বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় গিয়াস উদ্দিন (৬০) নামে একজন মসজিদের ইমাম নিহত হয়েছেন। তিনি উপজেলার মোহনপুর ইউনিয়নের চিলকুড়া গ্রামের বাসিন্দা এবং চিলকুড়া রশিদ বানিয়া পাড়া মসজিদের ইমাম। রোববার দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের গোলাপগঞ্জ-লাটেরহাট গ্রামীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে। মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিনুর ইসলাম চৌধুরী জানান, গিয়াস উদ্দিন দুপুরে বাসা থেকে বের হয়ে নামাজ পড়ানোর জন্য মসজিদের উদ্যেশে যাচ্ছিলেন। পথে একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম ১৪ নামে এক শিশুর মৃতু্য হয়েছে। শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনাটি ঘটে। ইব্রাহিম উপজেলার তররাইল গ্রামের আজগর আলীর ছেলে। স্থানীয়রা জানান, একটি ট্রাক ও একটি মাইক্রো পাশাপাশি বামুন্দি থেকে গাংনী অভিমুখে যাচ্ছিল। দুইটি যানবাহনের মাঝখান দিয়ে ওই কিশোর মোটর সাইকেল নিয়ে ওভারটেকিং করার সময় মাইক্রো ও ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। মুহূর্তে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় রাস্তার উপর ছিটকে পড়ে ইব্রাহিমের মৃতু্য হয়। সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের সীতাকুন্ডে গাড়ি চাপায় মোটর সাইকেল আরোহী বিদু্যৎ বিভাগের এক কর্মকর্তা নিহত হয়েছেন। তার নাম ইমরুল হক (৪৮)। রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট দারোগারহাট নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ইমরুল মিরসরাই উপজেলার নিজামপুর পলস্নী বিদু্যৎ অফিসের লাইন টেকনিশিয়ান ইনচার্জ। তিনি খাগড়াছড়ি জেলার সদর থানা এলাকাকার মহিউদ্দিন হকের ছেলে। দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে পলস্নী বিদু্যৎ সমিতি সীতাকুন্ড অফিসের ডিজিএম পঙ্কজ চৌধুরী বলেন, ইমরুল নিজামপুর অফিস থেকে মোটর সাইকেলে করে সীতাকুন্ড অফিসে আসছিলেন। পথে ছোটদারোগারহাট এলাকায় একটি কাভার্ডভ্যান তার মোটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃতু্য হয়।