রাউজান সদরে ফুলকলি শোরুম উদ্বোধন

প্রকাশ | ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে ফুলকলি শোরুম উদ্বোধন করেন ফুলকলি ফুড প্রোডাক্ট লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ আবদুস সবুর -যাযাদি
চট্টগ্রামের রাউজান উপজেলা সদরের মুন্সিরঘাটায় পাঁচ বছর আগে বন্ধ করে দেওয়া ফুলকলি শোরুমটি আবার চালু করা হয়েছে। গত শুক্রবার নতুন করে সাজানো এ প্রতিষ্ঠান উদ্বোধন করেন ফুলকলি ফুড প্রোডাক্ট লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ আবদুস সবুর। জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক মতবিরোধের কারণে উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত সভাপতি ও পৌর মেয়র শফিকুল ইসলাম চৌধুরী বেবীর পুত্রদের মালিকানাধীন ফুলকলি মিষ্টি শোরুমটি বন্ধ করে দেওয়া হয়েছিল। শুক্রবার জুমা নামাজের আগে প্রতিষ্ঠানের মালিক আরিফুল ইসলাম চৌধুরীকে নিয়ে শোরুম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্জুমানে আশেকানে মদিনা কমপেস্নক্সের প্রতিষ্ঠাতা শাহ মুহাম্মদ আবদুল হালিম, রাউজান পৌরসভা বিএনপির আহ্বায়ক সৈয়দ মঞ্জুরুল আলম, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক অশোক পালিত, ফুলকলি রাউজান শোরুমের পরিচালক আরিফুল ইসলাম চৌধুরী সোহেল প্রমুখ।