বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

আলোকিত দশমিনা গড়তে বিনয়ী মোফাজ্জেলকে চায় সাধারণ মানুষ

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
  ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০
আলোকিত দশমিনা গড়তে বিনয়ী মোফাজ্জেলকে চায় সাধারণ মানুষ
মোফাজ্জেল হোসেন

পটুয়াখালীর দশমিনায় বিএনপির রাজনীতিতে এক ব্যতিক্রম নাম মোফাজ্জেল হোসেন। তিনি দশমিনা উপজেলা বিএনপির সহ-সভাপতি। অত্যন্ত ভদ্র ও বিনয়ী এই নেতাকে ঘিরে স্থানীয় মানুষের প্রত্যাশার যেন শেষ নেই।

বরিশাল বিভাগের সবচেয়ে দরিদ্র ও অবহেলিত দশমিনাকে আলোকিত উপজেলা গড়বেন মো. মোফাজ্জেল হোসেন এই প্রত্যাশায় মুখিয়ে সবাই। বারবার স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে প্রত্যাশিত উন্নয়ন না পেয়ে একপ্রকার হতাশ জনগণ। কোনো কোনো রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধি যখন রাজনীতিকে আয়ের উৎস মনে করেন ঠিক তার বিপরীত মোফাজ্জেল হোসেন রাজনীতির পেছনে মেধা-শ্রম ও অর্থ ব্যয় করে দেশের কল্যাণে কাজ করা দেখে আশায় বুক বেঁধেছেন অনেকে। তিনি দীর্ঘদিন ধরে ব্যক্তিগত অর্থায়নে দশমিনা উপজেলার সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। ১৯৮৭ সালে শুরু করে দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতি করেছেন। যুক্ত আছেন বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে।

জানতে চাইলে মো. মোফাজ্জেল হোসেন বলেন, জনপ্রতিনিধি হওয়ার বিষয় এখনই কোনো ভাবনা নেই। এখন দল ও সাধারণ মানুষের জন্যই কাজ করে যেতে চাই। দল ও সাধারণ মানুষের চাওয়ার বিষয়টি সময় নির্ধারণ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে