হবিগঞ্জের চুনারুঘাটে ৩১৬ বস্তা অবৈধ ভারতীয় চিনিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। এ ছাড়া রাজবাড়ী, সিরাজগঞ্জ ও মেহেরপুরের গাংনী থেকে বিভিন্ন অপরাধে তিনজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জের চুনারুঘাটে ৩১৬ বস্তা অবৈধ ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এসময় চিনি পাচারের সঙ্গে জড়িত ৩ জনকে আটক করা হয়। রোবাবর বেলা আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করে এক প্রেস কনফারেন্স করেন চুনারুঘাট থানার (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম। আটক হলো- বাহুবল উপজেলার রুপসংকর গ্রামের সিরাজ আলীর ছেলে রহমত আলী (৩৮), একই উপজেলার চরগাঁও গ্রামের খোরশেদ আলীর ছেলে মোহাম্মদ আলী (২৬) ও কচুয়াদি গ্রামের আব্দুল মতিনের ছেলে আশিক মিয়া (২২)। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
স্টাফ রিপোর্টার রাজবাড়ী জানান, রাজবাড়ীতে দুই মামলায় সাজাপ্রাপ্ত আসামি মহির সরদারকে ৩৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। রোববার সকালে রাজবাড়ী শহরের ১নং রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে রাজবাড়ী সদর উপজেলার চর লক্ষ্ণীকোল গ্রামের হাবিবুর সরদারের ছেলে।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জ শহরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত এক যুবদল নেতা হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তারের পর সিনিয়র সংবাদিক শহিদুল ইসলাম ফিলিপসকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার রাত ৯টায় শহরের মোক্তারপাড়া মহলস্না থেকে শহিদুল ইসলাম ফিলিপস আটক করা হয়। সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক সাংবাদিক শহিদুল ইসলাম ফিলিপস এবং সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। সে শহরের মোক্তারপাড়া মহলস্নার বাসিন্দা।
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনীর কাথুলী ইউপি মেম্বর ও বিএনপি নেতা আজমাইন হোসেন টুটুলকে (৪২) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। রোববার ভোররাতে আজমাইন হোসেন টুটুলের নিজবাড়ি ধলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড বন্দুকের কার্তুজ, বিপুল পরিমাণ কৃষিপণ্য ও কম্বল। আজমাইন হোসেন টুটুলের বিরুদ্ধে অস্ত্র আইন ও সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগে দুটি মামলা দায়ের সাপেক্ষে গাংনী থানায় হস্তান্তর করা হয়।