ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টার নোয়াখালীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত শনিবার সকালে জেলা শহরের নোয়া কনভেনশন সেন্টারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দি ইবনে সিনা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মো. আবদুজ জাহের।
দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল পিএলসির চেয়ারম্যান ও দি ইবনে সিনা ট্রাস্টের সদস্য (অর্থ) কাজী হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দি ইবনে সিনা ট্রাস্টের সদস্য (প্রশাসন) অধ্যাপক ড. একেএম সদরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইবনে সিনা ট্রাস্টের এক্সিকিউটিভ ডিরেক্টর হাসপাতাল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. ওয়ালিউর রহমান চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর ফয়েজ উল্যাহ, নোয়াখালীর সিনিয়র ফিজিশিয়ান ডা. সোহরাব হোসেন ফারুকী, জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার, স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী তুহিন ফারাবী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে দি ইবনে সিনা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মো. আবদুজ জাহের বলেন, উন্নত প্রযুক্তিসমৃদ্ধ মেশিনারিজ, দক্ষ জনশক্তি, কোয়ালিটি রিপোর্ট, ন্যায্য মূল্য ও আন্তরিক সেবার প্রতিশ্রম্নতি নিয়ে ঐতিহ্যবাহী নোয়াখালী জেলায় যাত্রা শুরু করল ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। এ শাখার মাধ্যমে এ অঞ্চলের মানুষ স্বল্প খরচে উন্নত সেবা পাবেন।