যশোরের অভয়নগরে চিকিৎসাধীন অবস্থায় ছুরিকাহত রবিউলের মৃতু্য হয়েছে। এদিকে, কুষ্টিয়ার দৌলতপুরে বিদু্যৎস্পৃষ্টে শ্রমিকের মৃতু্য, শরীয়তপুরের ডামুড্যা ও ফরিদপুরের ভাঙ্গায় গৃহবধূর লাশ উদ্ধার এবং বরগুনার তালতলীতে যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠনো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-
অভয়নগর (যশোর) প্রতিনিধি জানান, যশোরের অভয়নগরে ছুরিকাহত রবিউল ইসলাম (৪০) মারা গেছেন। রোববার ভোর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেন নিহতের স্ত্রী কোহিনুর বেগম।
ঘটনার সঙ্গে জড়িত দুই হামলাকারীকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- উপজেলার বুইকারা গ্রামের গরুহাটা এলাকার রাঙ্গা মোল্যার ছেলে অহিদুল ইসলাম ওরফে ডেভিট (২০) ও তার চাচাতো ভাই মোহাম্মদ বাবুর ছেলে শাহিন হোসেন (২১)।
এর আগে শনিবার সন্ধ্যায় নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন গরুহাটা এলাকায় রবিউল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে আহত করেন অহিদুল ইসলাম ওরফে ডেভিট ও শাহিন হোসেন। পরে গুরুতর আহত রবিউলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোর রাতে মারা যান তিনি।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম বলেন, 'রবিউল ইসলাম হত্যার ঘটনায় অহিদুল ও শাহিন নামে দুই হামলাকারীকে রাতেই আটক করা হয়েছে। নিহতের পরিবার থেকে এখনো মামলা করেনি। যদি তারা মামলা না করে তাহলে পুলিশ বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করা হবে।'
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার দৌলতপুরে কাঠের খড়িবোঝাই ট্রাকের ওপর থেকে বিদু্যৎস্পৃষ্ট হয়ে সজিব হোসেন (২৫) নামে এক শ্রমিকের মৃতু্য হয়েছে। রোববার সকালে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ঝাউদিয়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত সজিব ওই ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের আফতার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বেশি উচ্চতায় লোড নিয়ে একটি কাঠের খড়ি- বোঝাই ট্রাক ঝাউদিয়া এলাকায় আসলে ট্রাকের উপরে থাকা সজিব রাস্তার উপরে থাকা বৈদু্যতিক তারের সঙ্গে বেঁধে পরে সেখানেই বিদু্যৎপৃষ্ট হয়ে মারা যান।
দৌলতপুর থানার দিঘলকান্দি পুলিশ ক্যাম্পের এসআই নাজিবুর রহমান বলেন, ঘটনাস্থলে থাকা ট্রাক ও মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
দৌলতপুর থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবির জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি জানান, শরীয়তপুরের ডামুড্যায় পারিবারিক কলহরের জের ধরে লতা আক্তার (৩৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার মধ্যরাতে কুলকুড়ি বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। লতা আক্তার উপজেলার ডামুড্যা পৌরসভার ৫নং ওয়ার্ড কুলকড়ি এলাকার মনির হোসেনের স্ত্রী।
জানা যায়, দীর্ঘদিন ধরে লতা ও মনিরের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা চলছিল। এর জেরে লতা শনিবার রাতে ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গায় আলোমতি (৬০) নামক এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার আলগী ইউনিয়নের বড়দিয়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার হয়। তিনি ওই গ্রামের আব্দুল হক শেখের স্ত্রী।
জানা যায়, ভোরে ফজরের নামাজের জন্য ঘর থেকে বের হন আলোমতির ছেলে ফোরকান শেখের স্ত্রী আদুরী বেগম।? তিনি ঘরের পেছনে বাঁশ বাগানে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তার শাশুড়িকে দেখতে পান। তিনি চিৎকার করলে বাড়ির লোকজন এসে ঝুলন্ত অবস্থায় লাশ নামায়। পরে থানায় খবর দেয়। তারা বলেন, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন?।
তালতলী (বরগুনা) প্রতিনিধি জানান, বরগুনার তালতলীতে স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়া ও পরকীয়া প্রেমিককে নিজ ঘরে দেখে লজ্জায় সবুজ চাপরাসি (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পরিবার। গত শনিবার সন্ধ্যায় উপজেলার ছোটবগী ইউনিয়নের মটখোলা নামক এলাকায় এ ঘটনা ঘটে। সবুজ চাপরাসি একই এলাকার আহম্মদী চাপরাসির ছেলে।
জানা যায়, সবুজের সঙ্গে ৬ বছর আগে নিশানবাড়িয়া ইউনিয়নের আড়াপাড়া এলাকার রাবেয়া বেগমের (৩০) বিয়ে হয়। সবুজ ঢাকায় গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গ্রামের বাড়িতে স্ত্রী রাবেয়া বেগম থাকার সুযোগে অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। গত শুক্রবার রাতে সবুজ বাজারে গেলে এই সুযোগে পরকীয়া ব্যক্তিকে বাড়িতে আসতে বলেন তার স্ত্রী। তবে সবুজ সন্ধ্যায় হঠাৎ বাড়িতে এসে সামনের দরজায় নক করলে ওই ব্যক্তিকে পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে দেখেন। পরে সবুজ লজ্জায় গ্যাস ট্যাবলেট খান। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তালতলী হাসপাতালে ও পরে পটুয়াখালী হাসপাতালে নিলে সবুজের মৃতু্য হয়।