বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

মনোহরগঞ্জে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি
  ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০
মনোহরগঞ্জে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
কুমিলস্নার মনোহরগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মী সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক সফিকুর রহমান সফিক -যাযাদি

কুমিলস্নার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়ায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ মাঠে রাষ্ট্র মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক চেয়ারম্যান আব্দুল মতিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক সফিকুর রহমান সফিক।

এ সময় তিনি বলেন, 'মনোহরগঞ্জ বিএনপিতে বিশৃঙ্খলাকারীদের কঠোর হাতে দমন করা হবে।'

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-শ্রমবিষয়ক সম্পাদক ডাকসু নেতা ড. রশিদ আহমেদ হোসাইনী, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইলিয়াছ পাটোয়ারী, সাবেক আহ্বায়ক আবু ইউসুফ ভূঁইয়া, সাবেক সহ-সভাপতি কাজী আবুল বাশার কিরন, জহিরুল হক ভূঁইয়া, সাবেক সেক্রেটারি শরীফ হোসেন চেয়ারম্যান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, গুম হওয়া লাকসাম বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরুর ছেলে রাফসান ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে