কর্মী সম্মেলন
ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বরইতলী সরকাফর প্রাথমিক বিদ্যালয় মাঠে কাথরিয়া ইউনিয়ন বিএনপির ব্যানারে উপজেলা যুবদল নেতা অ্যাডভোকেট মোহাম্মদ মিজানের সঞ্চালনায় ও কাথরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান চৌধুরী, প্রধান বক্তা ছিলেন কাথরিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল হক, বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রদল নেতা হামিদুল ইসলাম, বিএনপি নেতা ছাদুর রশিদ সিকদার, কামাল উদ্দীন চৌধুরী রুকন ও ওসমান গনি।
সাধারণ সভা
রবেড়া (পাবনা) প্রতিনিধি)
বেড়ায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারাণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ইছামতি সিনেমা হলের তৃতীয় তলায় মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা জেলার পুস্তক প্রকাশক ও বিক্রেতার সমিতির সভাপতি আলহাজ মফিজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সমিতির সেক্রেটারি প্রভাষক সাইফুল ইসলাম শুভ। বেড়া থানার সভাপতি রুহুল আমিন সবুজের সভাপতিত্বে ও সেক্রেটারি প্রদীপ কুমারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উজ্জ্বল হোসাইন, সমিতির লাইব্রেরিয়ান সরোয়ার হোসেন মজনু ও আ. আলিম।
সম্মেলন অনুষ্ঠিত
ম ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলাহাট উপজেলা শাখার আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মোহবুলস্নাহ কলেজ মাঠে উপজেলা শাখার আমির মাওলানা শামশুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আমির মাওলানা মো. আবুজার গিফারী। উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমান, জেলা অ্যাসিসটেন্ট সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. মিজানুর রমান।
আলোচনা সভা
ম চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
বিশ্ব ডায়বেটিস দিবস উপলক্ষে চাটখিল ইয়োগা প্রভাতী জনসচেতনতামূলক এক আলোচনা সভার আয়োজন করে। গত শুক্রবার সন্ধ্যায় চাটখিল উপজেলা সভাকক্ষে ইয়োগা প্রভাতীর প্রতিষ্ঠাতা শেখ জহির উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক ডা. এটিএম জাবেদ হাসান। বক্তব্য রাখেন চাটখিল প্রেস ক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান, চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের ডা. শহীদুল আহমেদ নয়ন ও সাংবাদিক ফোরাম সভাপতি আবু তৈয়ব।
ঘর হস্তান্তর
ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ফটিকছড়ি উপজেলায় জেলা সমাজকল্যাণ পরিষদ থেকে ৫১টি পরিবারকে প্রতি পরিবার ৫০০০ টাকা করে অনুদান এবং চা শ্রমিকের আবাসন কর্মসূচির আওতায় নির্মিত ১৯ জন চা শ্রমিককে ঘর হস্তান্তর করা হয়েছে। গত বৃহস্পতিবার ফটিকছড়ি উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক মো. ফরিদুল আলম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার রাজীব আচার্য্য।
সম্পত্তি উদ্ধার
ম কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় ভূমি অফিসের রেকর্ডভুক্ত ১৫ লক্ষাধিক টাকার সম্পত্তি উদ্ধার করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন অভিযান পরিচালনা করে এই সম্পত্তি উদ্ধার করেন। বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে ১৫ লক্ষাধিক টাকার সরকারি জায়গা উদ্ধার করা হয়। শাহ জহুরুল হোসেন জানান, উপজেলা ভূমি অফিসসংলগ্ন ভূমি অফিসের রেকর্ডভুক্ত জায়গা দখল করে অবৈধভাবে বসতঘর বানিয়েছিলেন ইকবাল হোসেন। বসতঘর নির্মাণের আগেই তাকে সতর্ক করা হয়েছিল, কিন্তু তিনি তা উপেক্ষা করে বসতঘর ও ওয়ার্কশপ নির্মাণ করেন।
কর্মী সম্মেলন
ম সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সাতকানিয়া পৌরসভা একটি হলরুমে সাতকানিয়া পৌরসভা ছাত্রদলের উদ্যোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ উদ্দিনের সভাপতিত্বে ও আব্দুল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি হাজী রফিকুল আলম। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এস. এম. শাহ এমরান।
চিকিৎসাসেবা
ম চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে ৫ হাজার গ্রামবাসীকে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করেন সামাজিক সংগঠন আল হিলাল ফাউন্ডেশন। শনিবার সকাল থেকে চাঁদপুর সদর উপজেলার রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চিকিৎসা নিতে আসা নুরুল ইসলাম গাজী, মনি বেগম, ফারুক ও কমলা বেগমসহ বেশ কয়েকজন জানান, গ্রামের অসহায় মানুষ টাকা খরচ করে বড় বড় ডাক্তার দেখাতে পারে না। আমরা এখানে ডাক্তার পেয়ে অনেক খুশি। আল হিলাল ফাউন্ডেশনের আহ্বায়ক জাহিদুল ইসলাম ও প্রধান পৃষ্ঠপোষক ইয়াসিন ফরহাদ রাসেল বলেন, এ সংগঠনটির মূল উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করা। তারই ধারাবাহিকতায় আমরা আজকে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি।
ক্যাম্পেইন উদ্বোধন
ম আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে কুমারপাড়া যুগান্তর সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রম্নপ নির্ণয় ও চক্ষু পরীক্ষার ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের কুমারপাড়া ঈদগাহ ময়দানে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। যুগান্তর সংগঠনের সাধারণ সম্পাদক ইয়াকুব মিয়ার সঞ্চালনায় ও দুপ্তারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন। বিশেষ অতিথি ছিলেন থানার ওসি এনায়েত হোসেন, দুপ্তারা ইউনিয়ন যুবদলের সভাপতি তাইজুল ইসলাম তাজু, সাংগঠনিক সম্পাদক গাজী আহসানুলস্নাহ।
সেমিনার অনুষ্ঠিত
ম চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে সামাজিক ও সেবামূলক সংগঠন মানবকল্যাণ পরিষদ-চট্টগ্রাম এর উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় চন্দনাইশ উপজেলার সদরস্থ নিউমার্কেটের ২য় তলার হলরুমে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন চট্টগ্রাম শেভরন আই রিচার্জ সেন্টারের পরিচালক ডা. শাহাদাত হোসেন। মানবকল্যাণ পরিষদ চট্টগ্রামের কার্যকরী পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম ও বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন'র যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানবকল্যাণ পরিষদের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। উদ্বোধনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সমন্বয়ক অধ্যাপক আজম খান।
সমাবেশ অনুষ্ঠিত
ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মাধবদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাধবদী পৌরসভার ১০নং ওয়ার্ড শাখার আয়োজনে শনিবার বিকালে মাধবদীর আনন্দী চৌরাস্তা মোড় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নরসিংদী জেলা শাখার সেক্রটারি উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসেন। সভাপতিত্ব করেন মাধবদী শহর ১০নং ওয়ার্ড শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার বায়তুল মাল সম্পাদক অধ্যক্ষ আব্দুল লতিফ, থানা শাখার আমির আব্দুল জাব্বার, মাধবদী শহর শাখার আমির মাওলানা আমিনুল হক।
ফুটবল টুর্নামেন্ট
ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মরহুম আব্দুস সোবহান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ঘুঘুয়া আব্দুস সোবহান স্কুল এন্ড কলেজ মাঠে ঘুঘুয়া জিএসবি ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত খেলায় ১-০ গোলে পীরগঞ্জের সাগুনী রাইডাস দলকে হারিয়ে চাম্পিয়ন হয় রাণীশংকৈল ইউনাইটেড ফুটবল একাডেমি। খেলা শেষে পুরস্কার বিতরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া।
কর্মশালা অনুষ্ঠিত
ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
পিস ফ?্যাসিলিটেটর গ্রম্নপের আয়োজনে ইউএসএআইডি বাস্তবায়নে, পিএফজি'র সামাজিক সম্প্রীতি ও নাগরিকত্ব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাঘাটা ডিগ্রি কলেজ হল রুমে পিএফজি উপজেলা সদস্য ও টেইনার শাহ আলমের উপস্থাপনায় কর্মশালায় এ সময় ছিলেন ডিগ্রি কলেজের অধ?্যক্ষ সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, উপজেলা পিএফজি র কোর্ডিনেটর অধ?্যক্ষ নওয়াব আলী সাজু, দি হাঙ্গর প্রজেক্ট রংপুর বিভাগের ফ?্যাসিলিটেটর রিয়াজ শরীর, দি হাঙ্গর প্রজেক্ট ইয়থ ফেলো তারিফ উল ইসলাম তানিন।
বৃত্তি প্রদান
ম ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে সমাজের পিছিয়ে পরা মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়েছে। শনিবার সকালে উপজেলার দাশুড়িয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের আব্দুল হামিদ জিন্নান মিলনায়তনে অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত 'উত্তরণ সোশ্যাল চেরিটেবল ট্রাস্ট' কর্তৃক অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা গোলাম রব্বানী খান জুবায়েরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দাশুড়িয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, খাইরুল হাসান বাবু, মাওলানা জহুরুল ইসলাম, উত্তরণ সোশ্যাল চেরিটেবল ট্রাস্টের সভাপতি সরওয়ার হোসেন, সাধারণ সম্পাদক আয়ুব আলী প্রমুখ।
মেলা অনুষ্ঠিত
ম নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে নারী উদ্যোক্তাদের ব্যবসা ক্ষেত্র বিস্তারের লক্ষ্যে "নারীর অগ্রযাত্রায় অনন্যা" প্রতিপাদ্য নিয়ে দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা করা হয়েছে। একই সঙ্গে নারীদের কর্মসংস্থানমূলক প্রতিষ্ঠান সেলাই পস্নাসের উদ্বোধন করা হয়। বনপাড়া মাদ্রাসা মার্কেটের তৃতীয় তলায় সেলাই পস্নাস কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস, বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসরাম, বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, উপজেলা আইসিটি অফিসার আব্দুর রহমান আনছারী প্রমুখ।
কর্মিসভা অনুষ্ঠিত
ম ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা বিএনপির উদ্যোগে এক কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার মালীগ্রাম আ. রশিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে চান্দ্রা ইউনিয়ন বিএনপির আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম। চান্দ্রা ইউপি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুলস্নাহ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাজ্জুক চোকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী মোলস্না, যগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবাহান শামীম, পৌর বিএনপির সাবেক সভাপতি এমএ ওদুদ।
কমিটি গঠন
ম গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থিয়েটারের সাধারণ সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার বিকালে থিয়োটারের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক গোপাল মোহন্তের সভাপতিত্বেও বেলাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রবিউল কবির মনু, আব্দুল ওহাব তামজিদ, বদরুন নেছা কেয়া, হাবিবুর রহমান, সুমি প্রমুখ। শেষে সর্বসম্মতি ক্রমে রবিউল কবির মনু সভাপতি আব্দুল ওহাব তামজিদকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট কার্যনিবাহী কমিটি গঠন করা হয়।
রচনা প্রতিযোগিতা
ম কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা.) উপলক্ষে মাধ্যমিক ইসলাম শিক্ষা শিক্ষক পরিষদের উদ্যোগে হামদ, নাথ, কুইজ, রচনা ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে কাপাসিয়া মাধ্যমিক ইসলাম শিক্ষা শিক্ষক পরিষদের সভাপতি সহকারী শিক্ষক মীর মো. সামসুল ইসলামের সভাতিত্বে ও সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক মো. শামসুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি সহকারী শিক্ষক মো. রায়হান উদ্দনি, সহ-সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক মো. মাজহারুল হক মামুন প্রমুখ।
মেধাবৃত্তি পরীক্ষা
ম মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্টিত হয়েছে। মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্টিত হয়। শনিবার সকালে মেধাবৃত্তি পরীক্ষা পরির্দশন করেন মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ সৈয়দ মো. শাহজাহান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম নাজিমসহ সংশ্লিষ্টরা। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল হক মির্জা জানান, উপজেলার ৪১টি স্কুলের ১২৫০ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
বর্ণাঢ্যর্ যালি
ম রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় ঐতিহাসিক জাতীয় বিপস্নব ও সংহতি দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র?্যালি বের করে উপজেলার ২৪ ইউনিয়ন ও পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠন। এ বর্ণাঢ্যর্ যালির আয়োজন করে রায়পুরা উপজেলা ও পৌরসভা বিএনপির নেতারা। বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে শনিবার সকালে বর্ণাঢ্যর্ যালি বের করে। পরে উপজেলা অডিটরিয়াম মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
কমিটি গঠন
ম মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার মনোহরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলাম এর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার জেলা কমিটির সমন্বয়ে উপজেলা আমির পদে হাফেজ মাওলানা মো. নূরুন্নবী এবং সেক্রেটারি পদে মো. ফয়েজুর রহমান, সহ সেক্রেটারি সাইফুল রাবী, মো. নোমানকে মনোনীত করে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুমিলস্না জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. শাহাজাহান, সেক্রেটারি ড. একেএম সরওয়ার সিদ্দিকীসহ অনেকে।