'দুর্নীতিমুক্ত নেতৃত্ব ছাড়া গতিশীল অর্থব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়'

প্রকাশ | ১৭ নভেম্বর ২০২৪, ০০:০০

চট্টগ্রাম বু্যরো
চট্টগ্রাম বিজনেস ফোরাম (সিবিএফ) মুরাদপুর-চান্দগাঁও অঞ্চলের উদ্যোগে প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর মুরাদপুর মোড় জামান হোটেলে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। সিবিএফ মুরাদপুর অঞ্চলের সভাপতি রাশেদুল আজম মঞ্জুরের সভাপতিত্বে ও সেক্রেটারি বিএম সরওয়ার উদ্দিনের সঞ্চালনায় প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন সিবিএফ উপদেষ্টা ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ইংলিশ স্কুলের প্রিন্সিপাল আসাদুলস্নাহ আদিল, সিবিএফ সেক্রেটারি শাহজাহান মুহাম্মদ মহিউদ্দিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মো. মামুনুর রশীদ। এতে দারসুল কোরআন পেশ করেন সিবিএফ আগ্রাবাদ অঞ্চলের সভাপতি রফিকুল ইসলাম।