কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের পীরপুর মধ্যপাড়া গ্রামে গত বৃহস্পতিবার রাতে বাড়ীর সীমানা নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে ১৫-২০ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে মহিলাসহ অন্তত ৫ জন আহত হয়। আহতরা হলেন- আয়েত আলী মিয়া (৫৬), বুলবুল মিয়া (২৭), পারভেজ মিয়া (২৫), রেশমা আক্তার (৩৫)। আহতদের কুলিয়ারচর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়েছে চিকিৎসক। এ ব্যাপারে আয়েত মিয়া বাদী হয়ে গত শুক্রবার রাতে কুলিয়ারচর থানায় নাজিম উদ্দিন মিয়াকে প্রধান আসামি করে নূরুজ্জামান, সানাউলস্নাহ, মো. জসিম উদ্দিন, আকাশ মিয়াসহ ৮-১০ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। কুলিয়ারচর থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।