১৭ বছর পর সমাবেশ সফল করতে নাটোর বিএনপির ব্যাপক প্রস্তুতি

প্রকাশ | ১৭ নভেম্বর ২০২৪, ০০:০০

নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রোববার ঐতিহাসিক জনসভা করবে। আর এ সমাবেশ সফল করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্ততি। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক উপ-মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বনপাড়া বাইপাস মোড়ে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠের ওই জনসভার জন্য বিশাল আকৃতির মজবুত মঞ্চ নির্মাণ করা হয়েছে। আর নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করতে বনপাড়া ও বড়াইগ্রাম পৌরসভার প্রতিটি ওয়ার্ডে, উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ বাজারে সভা করেছেন নেতারা। সভায় সভাপতিত্ব করবেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া। সঞ্চালনা করবেন বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান। সমাবেশকে সফল করতে শুক্রবার সন্ধায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে প্রস্তুতি সভা করা হয়েছে। সভায় জেলা বিএনপর যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সম্পাদক সেজান, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল কাদের, বড়াইগ্রাম পৌর বিএনপি সভাপতি ইসহাক আলী, বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান উপস্থিত ছিলেন।