ডেঙ্গুর প্রাদুর্ভাব নির্মূলে রাসিকের খাল পরিষ্কার কার্যক্রম

প্রকাশ | ১৭ নভেম্বর ২০২৪, ০০:০০

রাজশাহী অফিস
রাজশাহী মহানগরীর জলাবদ্ধতা দূরীকরণ, খাল খনন ও ডেঙ্গু প্রাদুর্ভাব নির্মূলের অংশ হিসেবে গাঙপাড়া খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। শনিবার বায়া ঈদগাহ সংলগ্ন খালের কচুরিপানা অপসারণসহ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। অভিযানে ৫ ইউনিটে বিডি ক্লিনের ৩৫২ জন স্বেচ্ছাসেবী, রাসিকের ১০০ জন পরিচ্ছন্নকর্মী ও রেড ক্রিসেন্ট সদস্য, ফায়ার সার্ভিস নিয়োজিত রয়েছে। জাতীয় যুব দিবস উপলক্ষে গত ১ নভেম্বর বায়া খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। রাজশাহী মহানগরীকে ডেঙ্গু ও দূষণমুক্ত রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। পরিদর্শনের সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামিল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহিনুল হাসান, পবা ইউএনও সোহরাব হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক এটিএম গোলাম মাহবুব, রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।