বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেছেন, 'সংস্কার একটি চলমান প্রক্রিয়া। তাই প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে।' শনিবার সকালে বেলাবো উপজেলার নারায়ণপুর বাজারে গণসংযোগ শেষে পথ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, যে সমস্ত সংস্কারের প্রস্তাব আসবে তা গ্রহণ করে সব দলের সঙ্গে আলোচনা সাপেক্ষ দ্রম্নত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এমনটা প্রত্যাশা করি।'
গণসংযোগে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এসএম শৈবাল হোসেন, বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, কারা নির্যাতিত নেতা সালাহউদ্দিন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কয়েস মিয়া, নারায়ণপুর কলেজের সভাপতি হারুন অর রশিদ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক সোহরাব হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল হক সবুজ প্রমুখ।