বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

'বিএনপি মাটি ও মানুষের দল'

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  ১৭ নভেম্বর ২০২৪, ০০:০০
'বিএনপি মাটি ও মানুষের দল'
নেত্রকোনার দুর্গাপুরে মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল -যাযাদি

কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, 'বিএনপি মাটি ও মানুষের দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাধারণ মানুষের সুখ দুঃখের পাশে থেকে রাজনীতি করার নির্দেশ দিয়েছেন।'

শনিবার নেত্রকোনার দুর্গাপুরে বিনামূল্যে ওষুধ বিতরণ ও মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সহযোগিতায় ভাদুয়া নিম্নমাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাঠে ময়মনসিংহ থেকে হৃদরোগ, চক্ষুসেবা, গাইনি, অর্থোপেডিক্স, ডায়াবেটিস, শিশুরোগ, নাক কান গলা, চর্ম ও মেডিসিনসহ প্রায় ১৫ রোগের ২৯ জন বিশেষজ্ঞ ডাক্তার এ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা দেন।

এ সময় জেলা বিএনপির সাবেক সহসভাপতি ইমাম হাসান আবুচান, উপজেলা জহিরুল আলম ভুঁইয়া, যুগ্ম-আহ্বায়ক জামাল উদ্দিন মাস্টার, সদস্য সচিব আবদুল আওয়াল, উপজেলা যুবদলের আহ্বায়ক মাজারুল ইসলাম রিপন, পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্ক প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে