মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকে মানসম্মত গড়ে তোলা হবে -মহাপরিচালক
প্রকাশ | ১৭ নভেম্বর ২০২৪, ০০:০০
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. শাহনওয়াজ দিলরুবা খান বলেছেন, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। সে লক্ষ্যে চতুর্থ শিল্প বিপস্নব ও মাদ্রাসায় ভোকেশনাল ট্রেড চালু করার প্রকল্প নিয়েছে সরকার।
তিনি শনিবার নরসিংদীর শিবপুরে 'চতুর্থ শিল্প বিপস্নব ও মাদ্রাসায় ভোকেশনাল ট্রেড চালু করার প্রয়োজনীয়তা' শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব মাদ্রাসা এডুকেশন স্কিম, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন শিবপুর ইউএনও ফারজানা ইয়াসমিন। কর্মশালা পরিচালনা করেন স্কিমের পরামর্শক মাখসুদুল আলম। উপস্থিত ছিলেন ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব মাদ্রাসা এডুকেশন স্কিমের উপপরিচালক মোশরেকুল আলম ও জাহাঙ্গীর আলম।