দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় রেলপথ দিবস পালিত হয়েছে। শুক্রবার বিকালে পার্বতীপুর রেলওয়ে জংশনে কেক কেটে দিবসটি পালন করা হয়।
জানা গেছে, প্রতিবারের ন্যায় এবারেও ইধহমষধফবংয জধরষধিু ঋধহং ঋড়ৎঁস (ইজঋঋ)-এর পক্ষ থেকে পার্বতীপুর রেলওয়ে জংশনে কেক কাটার আয়োজন মধ্যে দিয়ে জাতীয় রেলপথ দিবস পালন করা হয়। অনুষ্ঠানে পার্বতীপুর ও অদূরবর্তী এলাকার রেলফ্যানরা উপস্থিত থেকে দিবসটি পালন করেন।
রেলফ্যান গ্রম্নপের নাহিদ হাসানের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় রেলপথ দিবসের অনুষ্ঠানটি উৎসর মুখর পরিবেশে পালিত হয়।