বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

পবিপ্রবিতে মাদক সরবরাহের সময় তিন বহিরাগত আটক

পবিপ্রবি প্রতিনিধি
  ১৭ নভেম্বর ২০২৪, ০০:০০
পবিপ্রবিতে মাদক সরবরাহের সময় তিন বহিরাগত আটক

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) মাদকসেবন ও কেনা-বেচার সময় হাতেনাতে তিনজনকে আটক করা হয়েছে।

গত শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা শাখার প্রধান মুকিত মিয়ার নেতৃত্বে নিয়মিত তদারকিতে বের হয় বিশ্ববিদ্যালয় নিরাপত্তা টিম। গোপন সংবাদের ভিত্তিতে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পেছনের পুকুর সংলগ্ন এলাকায় মাদকসেবনরত অবস্থায় দুইজনকে হাতেনাতে ধরা হয়। তারা হলেন- পটুয়াখালীর দুমকী উপজেলার রাজাখালী গ্রামের আমিনুল ইসলামের ছেলে ইকবাল আজিজ (১৮) ও দক্ষিণ দুমকী গ্রামের কালাম খন্দকারের ছেলে মো. রাফি খন্দকার (১৭)। তাদের বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেন নিরাপত্তা শাখার কর্মীরা।

আটকদের দেওয়া তথ্যে আরেক মাদক বিক্রেতাকে বিশ্ববিদ্যালয়ের পরিবহণপুলের সামনে থেকে মাদক বেচাকেনার সময় ধরা হয়। তিনি হলেন- ভোলা জেলার সদর উপজেলার মো. হারুনের ছেলে মো. সিয়াম (২০)।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ইউএনও'কে জানান। জেলা প্রশাসকের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান রাতেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সিয়ামকে ৬ মাস ও ইকবাল আজিজকে ৩ মাসের কারাদন্ড দেন। ২ জনকে ১০০ টাকা করে অর্থদন্ড করা হয়েছে। এ ছাড়া, রাফি খন্দকার অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তার বাবার জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে