বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

টেকনাফে দখলে থাকা দুইশ' বছরের প্রাচীন বৌদ্ধ বিহার উচ্ছেদের দাবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  ১৭ নভেম্বর ২০২৪, ০০:০০
টেকনাফে দখলে থাকা দুইশ' বছরের প্রাচীন বৌদ্ধ বিহার উচ্ছেদের দাবি

কক্সবাজারের টেকনাফে প্রায় ২০০ বছর আগের দক্ষিণ হ্নীলা বড় বৌদ্ধ বিহার দখল নেওয়ার অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগের সাবেক এমপি ও তার ছেলেদের বিরুদ্ধে। বিহারটি পরিদর্শন করেছেন ঢাকার একটি প্রতিনিধি দল।

গত বৃহস্পতিবার বিহারটি পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন ও বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সদস্য দীপায়ন খীসাসহ পুলিশ প্রতিনিধিরা।

বিহার কর্তৃপক্ষের অভিযোগ, দীর্ঘ ১২ বছরের বেশি সময় ধরে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের আওয়ামী লীগের সাবেক ও প্রয়াত এমপি অধ্যাপক মোহাম্মদ আলী জবর দখল করলেও বর্তমানে তার ছেলেরা অবৈধ দখল করে আছে। বিহারের পক্ষে আদালতের রায় থাকার পরও অবৈধ দখল উচ্ছেদ করা হয়নি।

এ বিষয়ে সাবেক এমপি মোহাম্মদ আলির ছেলে রাশেদ মোহাম্মদ আলী হামলা ও লুটপাটের অভিযোগ অস্বীকার করে বলেন, '২০০১ সালে তার বাবার সঙ্গে বিহারের পুরোহিতের একটি চুক্তি হয়। যার শর্ত ছিল, বাবা গাছ লাগাবেন এবং লাভের অংশ সমানভাবে ভাগাভাগি করা হবে। এখন সরকার চাইলে চুক্তি বাতিল করতে পারে আমাদের আপত্তি নেই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে