বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

বরুড়ায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

বরুড়া (কুমিলস্না) প্রতিনিধি
  ১৭ নভেম্বর ২০২৪, ০০:০০
বরুড়ায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন
কুমিলস্নার বরুড়ায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে উপস্থিত কেন্দ্রীয় নায়েবে আমির ড. সৈয়দ আবদুলস্নাহ মুহাম্মদ তাহের -যাযাদি

কুমিলস্নার বরুড়ায় জামায়াতে ইসলামীর কর্মিসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মো. মফিজুল ইসলামের তত্ত্বাবধানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ড. সৈয়দ আবদুলস্নাহ মুহাম্মদ তাহের। বিশেষ অতিথি ছিলেন কুমিলস্না মহানগর আমীর ও কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী দ্বীন মুহাম্মদ, কুমিলস্না দক্ষিণ জেলা আমীর মো. শাহজাহান, কুমিলস্না উত্তর জেলা আমীর মো. আবদুল মতিন, কুমিলস্না দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক ড. এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী, কার্যনির্বাহী সদস্য ও কুমিলস্না ইবনে তাইমিয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ শফিকুল আলম হেলাল, বিজিএমই নেতা মোজাম্মেল হক ভুইয়া।

উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ডা. মজিবুর রহমান ও আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম, কুমিলস্না জেলা দক্ষিণ সহকারী সেক্রেটারি ডা. আবদুল মুবিন, কুমিলস্না জেলা পূর্ব সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ব্যবসায়ী ফজলুল কাদের চৌধুরী, পৌর জামায়েতে ইসলামীর সেক্রেটারি কাজী খোরশেদ আলম পাটোয়ারী, পৌরসভা শাখার সেক্রেটারি সহকারী অধ্যাপক মো. শাহ জালাল প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে