বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

বশেমুরবিপ্রবি'তে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

গোপালগঞ্জ প্রতিনিধি
  ১৭ নভেম্বর ২০২৪, ০০:০০
বশেমুরবিপ্রবি'তে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সেকশন অফিসার পদের বিপরীতে চুক্তিভিত্তিক হিসেবে একজনের নিয়োগ প্রদানকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শিক্ষার্থীদের এই ভুল বোঝার অবসান ঘটাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়েগের কারণ ব্যাখ্যা করেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, দেশের পরিবর্তীত পরিস্থিতিতে সরকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য পদে নতুন করে নিয়োগ দিয়েছে। নব-নিযুক্ত উপাচার্যের স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকে গতিশীল করতে প্রশাসনিক পদে রদবদল বা নতুন নিয়োগের প্রয়োজন পড়ে। সম্প্রতি বশেমুরবিপ্রবির সামগ্রিক স্বার্থের কথা বিবেচনা করে সেকশন অফিসার পদের বিপরীতে আব্দুলস্নাহ আল তোফায়েল আল আহমদকে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। নিয়মিত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সময়সাপেক্ষ বিধায় তাকে সম্পূর্ণ চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এখতিয়ারভুক্ত ও প্রচলিত প্রথা। এই নিয়োগের বিষয়টি পরবর্তী রিজেন্ট বোর্ড সভায় উপস্থাপন করা হবে। সর্বোপরি, নিয়োগটি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক প্রশাসনিক প্রয়োজনে করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও উলেস্নখ করে, আব্দুলস্নাহ আল তোফায়েল আল আহমদ জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণ-অভু্যত্থানের পক্ষে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে