বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

পাঁচ জেলায় হত্যা মামলার মূল হোতাসহ গ্রেপ্তার ১০

স্বদেশ ডেস্ক
  ১৭ নভেম্বর ২০২৪, ০০:০০
পাঁচ জেলায় হত্যা মামলার মূল হোতাসহ গ্রেপ্তার ১০
পাঁচ জেলায় হত্যা মামলার মূল হোতাসহ গ্রেপ্তার ১০

বিভিন্ন অপরাধে বাগেরহাট, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, চাঁদপুরের ফরিদগঞ্জ, মেহেরপুরের গাংনী ও কুমিলস্নার মুরাদনগরে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবংর্ যাব। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের চিতলমারী উপজেলায় হিন্দু সম্প্রদায়ের চা দোকানি চাঞ্চল্যকর ক্ষীতিশ চন্দ্র হত্যাকান্ডের প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে খুলনার্ যাব। শুক্রবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বানারজোড় গ্রামের একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হলো চিতলমারী উপজেলার চরবড়বাড়ীয়া এলাকার মৃত সেকেলউদ্দিনের ছেলে প্রধান আসামি শফিনুর সেখ (৪০) ও একই এলাকার মৃত মোফেল সেখের ছেলে নূর মোহাম্মদ (৬০)।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বাধীন হত্যার ৮ ঘণ্টার মধ্যে মূল হোতা স্বপন চৌধুরীসহ এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে জেলার নবীনগর থানার নারুই গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিরা হলো উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের রোকন উদ্দিনের ছেলে স্বপন চৌধুরী (৪০) ও শরীফ চৌধুরী (৫০)।

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি জানান, ফরিদগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ চোরাইকৃত টিউবওয়লের মালামালসহ দুজনকে আটক করেছে। আটক হলো উপজেলার পশ্চিম আলোনিয়া গ্রামের রুহুল আমিন ও পৌর এলাকার পশ্চিম বড়ালি এলাকা থেকে মনির হোসেনকে শুক্রবার বিকালে আটকের পর আদালতে প্রেরণ করে।

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মাদক কারবারের অভিযোগে জাফর আলী (৩৮) নামের একজনকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩ কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নওপাড়া থেকে তাকে আটক করে। এ সময় জাফর আলীর পিতা জাকারিয়া মন্ডল পালিয়ে যায়। উভয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ ধৃত জাফর আলীকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের দাবি, জাফর ও তার পিতা উভয়ে চিহ্নিত মাদক কারবারি।

অপরদিকে মাদক পাচারের অভিযোগে ফজিলা খাতুন (৬০) নামের এক নারীকে আটক করেছের্ যাব। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০ কেজি ৮০০ গ্রাম গাঁজা। গাংনীর্ যাব ক্যাম্পের একটি টিম চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রাম থেকে তাকে আটক করে। সে ওই গ্রামের মৃত আব্দুল মজিদের স্ত্রী। তার বিরুদ্ধে মামলাসহ আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

মুরাদনগর (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার মুরাদনগরে ৬ বছরের এক শিশু ধর্ষণে সহায়তা করার অভিযোগে ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার গুঞ্জর এলাকায় অভিযান চালিয়ে ইউপি সদস্য মো. সেলিম মিয়া (৪০) এবং আল আমিনকে (৩৪) গ্রেপ্তার করে। তবে এ ঘটনায় ধর্ষক আব্দুর রহিমকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে