বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

ঘাটাইলে জমি বিরোধে, মিঠাপুকুরে মারামারি থামাতে গিয়ে দুই যুবকের মৃতু্য

যশোর ও ঝিনাইদহে আরও দুই লাশ উদ্ধার
স্বদেশ ডেস্ক
  ১৭ নভেম্বর ২০২৪, ০০:০০
ঘাটাইলে জমি বিরোধে, মিঠাপুকুরে মারামারি থামাতে গিয়ে দুই যুবকের মৃতু্য
ঘাটাইলে জমি বিরোধে, মিঠাপুকুরে মারামারি থামাতে গিয়ে দুই যুবকের মৃতু্য

টাঙ্গাইলের ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এদিকে রংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের মারামারি থামাতে গিয়ে যুবকের মৃতু্য হয়। এ ছাড়া যশোরে পার্কিংয়ে থাকা বাস থেকে হেলপারের ও ঝিনাইদহে পুকুর থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে আল-আমিন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের ৮ জন আহত হয়।

গত শুক্রবার উপজেলার ধলাপাড়া কোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল আমিন ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে। আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার ধলাপাড়া কোনাবাড়ি গ্রামে রিপনের সঙ্গে আল আমিনের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শুক্রবার উভয়পক্ষের কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে আল আমিনসহ ৯ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় আল আমিনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স ও পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাটাইল থানার ওসি রকিবুল ইসলাম জানান, এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে।

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি জানান, রংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুড়ের ঝগড়া থামাতে গিয়ে সোহান (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক উপজেলার লতিবপুর ইউনিয়নের পাইকান গ্রামের শাহাজাহান আলীর ছেলে। এ ঘটনায় রাতেই মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা হয়। তিনজনকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোহানের প্রতিবেশী মোহাম্মদ আলীর সঙ্গে পাশের জারুল্যাবাজ গ্রামের আব্দুস সালামের মেয়ে সাদিয়ার ৯ মাস আগে বিয়ে হয়। বিয়ের পর মোহাম্মদ আলী দাবি করেন, তার স্ত্রী সাদিয়া চোখে দেখেন না। এ নিয়ে উভয় পরিবারের মনোমালিন্যের সৃষ্টি হয়। এরই জের ধরে শুক্রবার জামাই আলীর বাড়িতে শ্বশুর বাড়ির লোকজন আসেন। এ সময় আলাপচারিতার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জামাই আলীকে মারতে শুরু করেন আব্দুস সালাম। আলীর চিৎকার শুনে এগিয়ে যান প্রতিবেশী সোহান। সোহান আলীকে রক্ষা করতে গেলে আলীর শ্বশুর বাড়ি থেকে বিচারে আসা লোকজন তার উপর চড়াও হয়। এতে সোহান ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যান। স্থানীয়রা উদ্ধার করে সোহানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিঠাপুকুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, এ বিষয়ে একটি মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

স্টাফ রিপোর্টার, যশোর জানান, যশোরে পেট্রোলপাম্পে পার্কিংয়ে থাকা একটি বাস থেকে হেলপারের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার শহরের মণিহার এলাকার মনিরুদ্দিন পেট্রোল পাম্পের সামনে সরদার ট্রাভেলস নামে একটি পরিবহনের ভেতর থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হেলপার বাপ্পি (২৫) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার শংকরপাশা গ্রামের ইদ্রিস সরদারের ছেলে। নিহতের দেহে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

জানা যায়, শুক্রবার রাত থেকে মনিহার বাসস্ট্যান্ড মোড়ে মনিরুদ্দিন তেল পাম্প থেকে জ্বালানি তেল নিয়ে যশোর-ঢাকা মহাসড়কের পাশে গাড়িটি পার্কিং করা ছিল। বাসে হেলপার বাপ্পী একাই ছিলেন। সকালে ড্রাইভার ও সুপারভাইজার এসে তাকে মৃত অবস্থায় দেখে থানায় খবর দেন। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, নিহতের পিঠে ও কোমরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। গাড়ির মধ্যেই হত্যার কাজে ব্যবহৃত ছুরি পাওয়া গেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামে পুকুর থেকে সাফওয়ান নামের ৬ বছরের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের শিকারপুর গ্রামের একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় একই গ্রামের মৃত ইসলাম উদ্দীনের ছেলে সোহান (১৫) নামে এক ওই মাদ্রাসা ছাত্রকে আটক করেছে পুলিশ। নিহত শিশু সাফওয়ান ওই গ্রামের জাম্মিম হোসেন সবুজ মালিথার ছেলে ও শিকারপুর গ্রামের ফাতেমা-মিজান হাফিজিয়া মাদ্রাসা-এতিমখানার ছাত্র ছিল। শিশুটির মা সুমাইয়া খাতুন জানান, দুপুরের পর থেকে সাফওয়ানকে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার দিকে পুকুর থেকে সাফওয়ানের মৃতদেহ উদ্ধার হয়।

নিহতের পিতা জাম্মিম হোসেন সবুজ জানান, দীর্ঘদিন ধরে সোহান তার ছেলেকে নানাভাবে ভয়ভীতি দেখাতো। বিছানায় শুয়ে সাফওয়ান তাকে এ কথা বলতো আর ভয়ে জড়োসড়ো হয়ে যেত।

ওই গ্রামের শরিফুল ইসলাম জানান, সোহানকে আটকের পর শত শত মানুষের সামনে সে সাফওয়ানকে পানিতে চুবিয়ে হত্যার কথা স্বীকার করেছে। এদিকে নিহত সাফওয়ানের মুখমন্ডলে একাধিক নখের আঁচড় রয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুলস্নাহ আল মামুন জানান, গ্রামবাসীর হাতে আটক সোহানকে রাতেই পুলিশ থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে