সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৬ নভেম্বর ২০২৪, ০০:০০

প্রতিনিধি
প্রস্তুতি সভা ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি ঐতিহাসিক জাতীয় বিপস্নব ও সংহতি দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে বাঁশখালী উপজেলা ও পৌরসভা যুবদল। বৃহস্পতিবার রাতে উপজেলা রজনী গন্ধা কমিউনিটি সেন্টারে সভায় উপজেলা যুবদল নেতা মামুনুর রশিদের সঞ্চালনায় ও পৌরসভা যুবদলের সদস্য সচিব মো. শহিদুল কাইছার বাদশার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রাসেল চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওসমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুনায়েদ সিকদার, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর প্রমুখ। বর্ণাঢ্যর্ যালি ম ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারা ডায়াবেটিস সমিতির উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বর্ণাঢ্যর্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে ডায়াবেটিস সমিতির কার্যালয়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও ডায়াবেটিস সমিতির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন এসিল্যান্ড আনোয়ার হোসাইন, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল, উপজেলা সমাজ সমাজসেবা কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা সহকারী মাধ্যমিক অফিসার শরিফুল ইসলাম, ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক ড. অমরেন্দ্র নাথ বিশ্বাস, সহ-সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ। বাজার মনিটরিং ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে শাক-সবজিসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বাজার মনিটরিং করেছেন এসিল্যান্ড আব্দুল আল মামুন কাওছার শেখ। বৃহস্পতিবার সন্ধ্যায় এ সময় তার সঙ্গে ছিলেন ঘোড়াঘাট থানার পুলিশ সদস্যরা। এ বিষয়ে এসিল্যান্ড আব্দুল আল মামুন কাওছার শেখ বলেন, বিভিন্ন দোকানদারের সঙ্গে কথা বলে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করার পরামর্শ দেওয়া হয়। মূল্য তালিকা টানানো, ক্রয়ের ভাউচার সংরক্ষণ ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় না করতে পরামর্শ দেওয়া হয়। সুধী সমাবেশ ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের ঘোড়াঘাটে সিংড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকালে রানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে সিংড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোজামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাবলু। প্রশিক্ষণ কর্মশালা ম কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি হাতি তাড়ানোর কৌশল নিয়ে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলীতে এলিফ্যান্ট রেসপন্স টিমের ৫০ সদস্যকে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ দিয়েছেন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ চট্টগ্রাম বিভাগ। বৃহস্পতিবার বিকালে উপজেলা হলরুমে বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্দ্বিতা ভট্টাচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াসিন নেওয়াজ। বাঁশখালী জলদি বন্য প্রাণী রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর রায়হান সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সমরঞ্জন বড়ুয়া। সাংবাদিকদের মিলনমেলা ম লাকসাম (কুমিলস্না) প্রতিনিধি লাকসাম প্রেস ক্লাবে নবাগত সদস?্যদের বরণ অনুষ্ঠানের মধ?্য দিয়ে সাংবাদিকদের মিলনমেলার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ?্যায় প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান স্বপন ও সদস?্য মিজানুর রশিদের যৌথ সঞ্চালনায় এবং আহ্বায়ক মনির আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন লাকসাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আবদুল কুদ্দুস, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান দুলাল, সাবেক সহ-সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, সদস্য সচিব ফারুক আল শারাহ, সদস্য কামরুল ইসলাম, সিরাজুল হক, জিলস্নুর রহমান প্রমুখ। সভা অনুষ্ঠিত ম মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর মনোহরদীতে ঐতিহাসিক বিপস্নব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও আওয়ামী সরকারের শাসন আমলে খিদিরপুর ইউনিয়নের কারা নির্যাতিত বিএনপি নেতাদের উঞ্চ সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার রামপুর বাজার বিএনপির কার্যালয় প্রাঙ্গণে খিদিরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা যুবদলের সম্মানিত সদস্য খ. ম কামরুল ইসলাম। খিদিরপুর ইউনিয়ন ছাত্রদল নেতা সৈয়দ আজহারুল ইসলাম আজহারের সঞ্চালনায় মো. রুবেল মাহমুদ দিপক, আশিক আহমেদ মিন্টু, মো. মাসুদ রানা ও দুলাল মিয়ার সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহিদুলস্নাহ্‌। প্রশিক্ষণ সম্পন্ন ম স্টাফ রিপোর্টার, যশোর যশোরে কৃষি বিপণন অধিদপ্তরের বাস্তবায়নে তরুণী উদ্যোক্তাদের ১২ দিনব্যাপী অন দ্য জব প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর শহরের 'প্রিজম এগ্রো এন্ড ফুড' মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। প্রিজম এগ্রো এন্ড ফুডের ব্যবস্থাপনা পরিচালক মুসলিমা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রিজম হোটেল ম্যানেজমেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের চেয়ারম্যান বশির আহমেদ চন্দন, যশোর ক্যান্টনমেন্ট কলেজের সহকারী অধ্যাপক ইজারাদার ফজলুল হক, দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার, যশোর, প্রণব দাস, প্রশিক্ষক আইনজীবী রফিকুল ইসলাম ও সুলাইমান হোসেন। মেধা প্রতিযোগিতা ম স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার মৌলভীবাজারে সামাজিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহ.) সোসাইটির মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মৌলভীবাজার সরকারি কলেজে সংগঠনের সভাপতি এম মুহিবুর রহমান মুহিবের নেতৃত্বে সংগঠনের প্রায় শতাধিক সদস্য সহযোগিতায় অংশ নেন। পরে প্রতিযোগিতা দেখতে আসেন মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আশরাফুর রহমান, যায়যায়দিনের স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার মো. আব্দুল ওয়াদুদসহ অনেকে। উঠান বৈঠক ম ডোমার (নীলফামারী) প্রতিনিধি নীলফামারীর ডোমারে বিট পুলিশিং কমিটির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বামুনিয়া ইউনিয়ন বিট পুলিশিং কমিটির আয়োজনে বামুনিয়া ইউনিয়ন পরিষদ মাঠে প্রধান অতিথি ছিলেন ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম। বামুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমিনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বামুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক স্বপন মিয়া, এসআই রুস্তম আলী। এ সময় উপস্থিত ছিলেন মাহাবুল ইসলাম ডাবলু, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, ফিরোজ আলম, ধীরেন্দ্র নাথ রায়। মতবিনিময় সভা ম ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খামারি, ভেটেরিনারি ঔষধ ব্যবসায়ে জড়িত স্টেক হোল্ডারদের সঙ্গে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত ভেটেরিনারি কার্যালয়ে উপজেলা প্রাণিসম্পদ অফিসার বাহাউদ্দীন সরোয়ার রিজভীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোস্তাফিজুর রহমান। জেলা ভেটেরিনারি অফিসার রৌশনী আক্তারসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নগদ অর্থ বিতরণ ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর মাধবদীতে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের আয়োজনে অসহায় গরিব মানুষের মধ্যে সকালের নাস্তা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে মাধবদীর ভগীরথপুর হাজী লালমিয়া মোলস্না উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মোমেন মোলস্না। এ সময় আরও উপস্থিত ছিলেন ভগীরথপুর হাজী লালমিয়া মোলস্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক এমদাদুল ইসলাম খোকন, মাধবদী হাজী লালমিয়া মোলস্না উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক পরিচালক মো. নজরুল ইসলাম, নওপাড়া মডার্ন কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ মুছা মিয়া। সভা অনুষ্ঠিত ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি জামালপুরের ইসলামপুরে স্বাবলম্বী উন্নয়ন সমিতি এসবিসি প্রকল্পের উদ্যোগে সামাজিক ও আচরণ পরিবর্তন শিশু ও কিশোর-কিশোরীদের উন্নয়নে স্থানীয় পর্যায়ে ইউপি সদস্য ও সমাজের সাধারণ মানুষদের নিয়ে জনসংলাপ ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের ইলস্নামারী গ্রামের ইউপি সদস্য শিরিনা আক্তারের বাড়িতে স্বাবলম্বী উন্নয়ন সমিতির বাস্তবায়নে ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বক্তব্য রাখেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির উপজেলা সুপারভাইজার আমিনা আক্তার, চরদীঘাইর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. সানাউলাহ, ইলস্নামারী বায়তুল জামে মসজিদের ইমাম মো. সোলাইমান, এসবিসি প্রকল্পের নারী নেত্রী মোছা. চায়নাসহ আরও অনেকে। আলোচনা সভা ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের পার্বতীপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে হেলথ ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের নতুন বাজারে শোভাযাত্রা শেষে আলোচনা সভায় অধ্যাপক আজিজুর রহমান সালামীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতালের প্রাক্তন বিভাগীয় প্রধান ডাক্তার মো. আলতাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার রংপুরের কনসালটেন্ট ডা. হোসেন তাওফিক ইমাম, পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র এ জেড এম মেনহাজুল হক, এগ্রিকালচার টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ কাহাফুল ওয়ারা সালামী, ডা. হারুন প্রমুখ। শীতবস্ত্র বিতরণ স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ক্লাব অব ঢাকা ইমপিরিয়াল ও রজনীগন্ধা এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের যৌথ উদ্যোগে গরিব, অসহায় ও শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা, শীত বস্ত্র, সেলাই মেশিন, হুইল চেয়ার এবং শিক্ষা উপকরণ ও খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে স্থানীয় রামকানাই হাই একাডেমি ও নির্ঝর শিশু শিক্ষালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ইমপিরিয়ালের জেলা গভর্নর লায়ন মো. হানিফ। লায়ন্স ক্লাব অব ঢাকা ইমপিরিয়ালের প্রেসিডেন্ট পরিমল বন্ধু বসাকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন বিচারপতি ড. মো. বশির উলস্নাহ, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন রেজাউল হক ঝুনু, জেলার সহ-গর্ভনর লায়ন শংকর কুমার রায় মনা ও লায়ন মোহসিন ইমাম চৌধুরী। কর্মী সমাবেশ ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের ঘোড়াঘাটে সিংড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকালে রানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সিংড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোজামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মো. শামীম হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাবলু। আরও বক্তব্য রাখেন সিংড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মফিদুল ইসলাম, সদস্য সচিব আল রাজিব প্রমুখ। এ সময় উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলন অনুষ্ঠিত ম নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি কিশোরগঞ্জের নিকলী উপজেলার গুড়ই ইউনিয়নে ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। গুড়ই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মো. আবু তাহেরের সভাপতিত্বে এবং সদস্য-সচিব মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মাজহার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, বাজিতপুর উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির আহ্বায়ক এড. বদরুল মোমেন মিঠু। মেধাবৃত্তি পরীক্ষা ম ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া নিশ্চিত করতে এককালীন এবং আজীবন আর্থিক সহযোগিতার উদ্দেশ্যে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন পাবনা জেলা শাখার সার্বিক সহযোগিতায় এবং কিশোরকণ্ঠ পাঠক ফোরাম কর্তৃক আয়োজিত পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান (পাবনা জেলা পশ্চিম) মো. ইসরাইল হোসেন শান্ত, কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কেন্দ্র সচিব মো. আলামিন ইসলাম, সহ-সচিব মো. রাফিউল ইসলাম, কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের চাটমোহর উপজেলা সভাপতি এস এম জাকারিয়া হোসেন প্রমুখ। বিদ্যালয় পরিদর্শন ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর মান্দায় প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আলম মিয়া। বৃহস্পতিবার অত্র শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ (নতুন ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন) পরিদর্শন শেষে ৫ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ও শিক্ষার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশসহ সমৃদ্ধি কামনা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাসার শামসুজ্জামান, উপজেলা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী সুমন মাহমুদ, এলজিইডি অফিসের সার্ভেয়ার মুহতাসিম বিলস্নাহ, প্রধান শিক্ষক রেজাউল হকসহ অত্র প্রতিষ্ঠানের সব শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থী।