রাউজানে ব্যবসায়ীদের বুঝিয়ে দেওয়া হলো বাজার সেটের ৭০ দোকান

প্রকাশ | ১৬ নভেম্বর ২০২৪, ০০:০০

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাউজান পৌরসভার গহিরা বাজার সেটের দুই ক্যাটগরিতে নির্মিত ৭০টি দোকান ওপেন টেন্ডারের মাধ্যমে গ্রহীতাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। গত বুধবার বিকালে পৌরসভা মিলনায়তনে দোকানগুলোর লোকেশন দেওয়া হয়েছে গ্রাহকদের হাতে টেনে নেওয়া লটারির মাধ্যমে। পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদোয়ানুল ইসলাম দোকান বুঝিয়ে দেওয়ার অনুষ্ঠানে বলেছেন রাউজানের পৌরসভার বাজার সেটের দুই ক্যাটাগরিতে ৭০টি দোকান বরাদ্দের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। অনেক গ্রাহক দোকান পেতে আবেদন করেছিলেন। এরমধ্যে অনেকেই আবেদনের শর্ত পূরণ না করে আবেদন করায় তাদের আবেদন বাতিল করা হয়েছে। ৭০ জন বৈধ আবেদনকারীকে ডেকে ওপেন হাউসে লটারির মাধ্যমে তাদের দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব অনিল চন্দ্র ত্রিপুরা, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস, প্রকৌশলী ওয়াসিম আকরাম, হিসাব রক্ষণ কর্মকর্তা সাকুর মিয়া, কর্মকর্তা সুমন বড়ুয়া, আরফানুল ইসলাম আবিদ প্রমুখ।