কৃষকদলের সম্পাদকের স্থগিতাদেশ প্রত্যাহারে ভাঙ্গায় আনন্দ মিছিল

প্রকাশ | ১৬ নভেম্বর ২০২৪, ০০:০০

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের দলীয় পদের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় ফরিদপুরের ভাঙ্গায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার ঈদগাহ মাঠে এ আনন্দ মিছিল করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তারা শহিদুল ইসলাম বাবুল দলীয় পদ ফিরে পাওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সভাপতি সাঈদ মুন্সী, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুস সামাদ, ভাঙ্গা পৌর কৃষক দলের সভাপতি আলম মুন্সী, সাধারণ সম্পাদক জাকারিয়া মুন্সি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বিটু মুন্সি, বিএনপি নেতা ওসমান মুন্সী, হাসিবুল হাসান মুন্সী প্রমুখ।