জলবায়ু তহবিলের ন্যায্যতার দাবিতে সাইকেলর্ যালি

প্রকাশ | ১৬ নভেম্বর ২০২৪, ০০:০০

বাগেরহাট ও তালতলী (বরগুনা) প্রতিনিধি
বাগেরহাট মোংলায় জলবায়ু ন্যায্যতার দাবিতে সাইকেলর্ যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মিঠাখালী বাজারে এর্ যালি অনুষ্ঠিত হয়।র্ যালি থেকে জলবায়ু পরিবর্তন ইসু্যতে নবায়নযোগ্য জ্বালানিতে শতভাগ অর্থায়ন, জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ, যুদ্ধের খরচ কমানো, জলবায়ু অর্থায়ন বাড়ানো, জলবায়ু ন্যায্যতা নিশ্চিত, ঋণের পরিবর্তে ক্ষতিপূরণ ও জলবায়ু উষ্ণতা থেকে বাঁচার দাবি জানানো হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, এশিয়ান পিপল্‌স মুভমেন্ট অন ডেবট এন্ড ডেভেলপমেন্ট (এপিএমডিডি), পশুর রিভার ওয়াটার কিপার এবং সুন্দরবন রক্ষায় আয়োজনে এ সাইকেলর্ যালি অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদী সাইকেলর্ যালির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটার কিপার পরিবেশ যোদ্ধা নূর আলম শেখ। বক্তব্য রাখেন ধরা'র গীতিকার মোলস্না আল মামুন, পরিবেশকর্মী সার্ভিস বাংলাদেশের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, ওয়াটারকিপার্স বাংলাদেশের হাছিব সরদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার মারুফ বিলস্নাহ, মেহেদী হাসান বাবু প্রমুখ। তালতলী (বরগুনা) প্রতিনিধি জানান, জলবায়ু তহবিলের ন্যায্যতার দাবিতে বৈশ্বিক প্রতিবাদ কর্মসূচি উপলক্ষে বরগুনার তালতলীতে বাই-সাইকেলর্ যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এ বাই-সাইকেলর্ যালিটি তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মালীপাড়া, ছোটভাই জোড়া, তালুকদার পাড়া, বারোঘর বাজার হয়ে সওদাগরপাড়া সবজি পলস্নীতে গিয়ে শেষ হয়। ওয়াটারকিপার্স বাংলাদেশ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও তালতলী সাইকেলিং ক্লাবের আয়োজনে এর্ যালি অনুষ্ঠিত হয়। এ সময় অর্ধশতাধিক শিক্ষার্থীর্ যালিতে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের শরীরে জলবায়ু ন্যায্যতার দাবি সংবলিত টি শার্ট ও পস্ন্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়। তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকারর্ যালির উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দীন, তালতলী চারুকলা একাডেমির পরিচালক রফিকুল ইসলাম অন্তর, সওদাগরপাড়া আদর্শ কৃষক সমিতির সভাপতি শাহাদাত হোসেন মাতুব্বর, পরিবেশকর্মী ও সাংবাদিক মোস্তাফিজ আকন, উন্নয়নকর্মী এম মিলন, ওয়াটারকিপার্স বাংলাদেশ (তালতলী-আমতলী) সমন্বয়ক আরিফুর রহমান প্রমুখ।