বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

শহীদ আবু সাঈদ-মুগ্ধর নামে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্মৃতিফলক হবে : উপাচার্য

গাজীপুর প্রতিনিধি
  ১৬ নভেম্বর ২০২৪, ০০:০০
শহীদ আবু সাঈদ-মুগ্ধর নামে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্মৃতিফলক হবে : উপাচার্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুলস্নাহ্‌ বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদ এবং শহীদ মুগ্ধর নামে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্থায়ী স্মৃতিফলক স্থাপন করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন দেশব্যাপী সব কলেজে শহীদ আবু সাঈদ ও মুগ্ধ ট্রাস্ট স্কলারশিপের ব্যবস্থা করা হবে।

শুক্রবার দুপুরে উপাচার্য রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং তার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে শুক্রবার দুপুরে তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে পৌঁছান। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সব শহীদের স্মরণে তিনি আবু সাঈদের কবরের পাশে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং শহীদ আবু সাঈদসহ সব শহীদের আত্মার মাগরিফাত কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে